Advertisement
২৬ এপ্রিল ২০২৪

তৃণমূলের বিধায়কের হুমকির পরে বদলি

পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক রশ্মি কমল বলেন, “ওই নির্মাণ সহায়ক বদলি হতে চেয়ে আবেদন করেছিলেন। তাই তাঁকে বদলি করা হয়েছে।”

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৯ ০০:৩৯
Share: Save:

বিধায়কের বদলি করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তারপরে সত্যই বদলি করে দেওয়া হল ঘাটাল ব্লকের সুলতানপুর পঞ্চায়েতের নির্মাণ সহায়ক রিতেন মান্নাকে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তাঁকে খড়্গপুর মহকুমার দাঁতন-২ ব্লকের পারোলদা পঞ্চায়েতে বদলি করা হয়েছে। পারোলদা পঞ্চায়েতের নির্মাণ সহায়ক উত্তম কুমার হেমব্রমকে সুলতানপুর পঞ্চায়েতের নির্মাণ সহায়কের দায়িত্বে আনা হয়েছে। গত ২২ অক্টোবর এই মর্মে নির্দেশ জারি করেছে জেলা প্রশাসন।

পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক রশ্মি কমল বলেন, “ওই নির্মাণ সহায়ক বদলি হতে চেয়ে আবেদন করেছিলেন। তাই তাঁকে বদলি করা হয়েছে।” যদিও রিতেন সেই কথা মানছে নারাজ। তাঁর বাড়ি ঘাটাল শহর ঘেঁষা নিমতলায়। রিতেনের ক্ষোভ, ‘‘আমি বুধবার ওই নির্দেশ হাতে পেয়েছি। বাড়ি থেকে ১০৮ কিলোমিটার দূরে আমাকে বদলি করা হল। বাড়িতে বৃদ্ধ মা ও পরিবার রয়েছে। আমি খুব হতাশ।”

সম্প্রতি ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক রিতেন মান্নার বিরুদ্ধে একশো দিনের প্রকল্পের কাজে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তাঁকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই বিরুদ্ধে। সূত্রের খবর, ১৮ অক্টোবর ওই ঘটনায় একটি অডিয়ো ভাইরাল হয় (আনন্দবাজার ওই অডিয়োর সত্যতা যাচাই করে দেখেনি)। ওই অডিয়োয় বিধায়ককে বলতে শোনা গিয়েছিল, “রিতেন মান্না। তোমার চরিত্রটা জানতাম। আরও প্রকাশ হচ্ছে। বিজেপির দালাল। তুমি কিন্তু সরকারি কর্মী। তুমি কুরানে বিজেপিকে কাজ দিচ্ছ। তুমি কাজ দেওয়ার কে? প্রধানকে জানিয়েছ? উপ প্রধানকে জানিয়েছ? কালীপুজো কাটুক। তার আগে তোমাকে কোথায় পাঠানো যায় দেখছি।”

যদিও এই নিয়ে কিছু বলতে রাজি হননি ঘাটালের বিধায়ক। তাঁর প্রতিক্রিয়া, “বদলির বিষয় প্রশাসন জানে। আমার বলার কিছু নেই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC MLA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE