Advertisement
২৩ এপ্রিল ২০২৪

বিবেকানন্দ স্মরণ

স্বামী বিবেকানন্দের ১৫৪তম জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার জাতীয় যুব দিবস হিসেবে কাঁথিতে নানা অনুষ্ঠান পালিত হয়। কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনে বিশেষ প্রার্থনা, পুজোপাঠ ছাড়াও যুব সম্মেলনের আয়োজন করা হয়।

শ্রদ্ধায়। ঝাড়গ্রামে তোলা ছবি।

শ্রদ্ধায়। ঝাড়গ্রামে তোলা ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৭ ০০:০০
Share: Save:

স্বামী বিবেকানন্দের ১৫৪তম জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার জাতীয় যুব দিবস হিসেবে কাঁথিতে নানা অনুষ্ঠান পালিত হয়। কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনে বিশেষ প্রার্থনা, পুজোপাঠ ছাড়াও যুব সম্মেলনের আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দের জীবনদর্শন ও আধ্যাত্মবাদ নিয়ে আলোচনা করেন বেলুড় মঠের স্বামী ত্যাগী বরানন্দ ও কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী প্রার্থণানন্দ।

বাজকুল মনীষী চর্চা কেন্দ্রের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উদযাপন করা হয়। দিঘায় জেলা আবগারি দফতরের কাঁথি ও দিঘা চক্রের পক্ষ থেকে দিঘা বিদ্যাভবনে যুব দিবস উদযাপন করা হয়। পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমেও আশ্রমের আবাসিকরা স্বামী বিবেকানন্দের জন্মদিবস উদযাপন করে। তমলুক শহরের রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে একটি শোভাযাত্রা শহর পরিক্রমা করে। চণ্ডীপুরেও রামকৃষ্ণ মঠের উদ্যোগে শোভযাত্রা বের হয়। তমলুক পুরসভার উদ্যোগে শহরের সুবর্ণজয়ন্তী হলে বিবেক চেতনা উৎসবের আয়োজন করা হয়।স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদ্যাপন হল ঝাড়গ্রামের একলব্য স্কুলে। সকালে প্রভাতফেরি হয়। ছিলেন বেলুড় মঠের মহারাজ শুভকরানন্দ, বিধায়ক সুকুমার হাঁসদা, ঝাড়গ্রামের মহকুমাশাসক নকুলচন্দ্র মাহাতো, ঝাড়গ্রামের বিডিও সুদর্শন
চৌধুরী প্রমুখ।

ঘাটালেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবেকানন্দের জন্মদিবস পালিত হয়। এ দিন ঘাটাল শহরের আড়গোড়ায় বিবেকানন্দ সেবায়ন সংস্থার উদ্যোগে আয়োজিত শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয়। উদ্বোধন করেন ঘাটাল পুরসভার চেয়ারম্যান বিভাস ঘোষ। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তথা চিকিৎসক জীতেন্দ্রনাথ রায়, উদয়শঙ্কর সিংহরায় প্রমুখ। রক্তের সঙ্কট কাটাত এক শিবিরও হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Swami Vivekananda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE