Advertisement
১৮ এপ্রিল ২০২৪

তৃণমূলের কর্মাধ্যক্ষের বাড়িতে আগুন, আটক এক

চণ্ডীপুর থানার ধান্যশ্রী গ্রামের ঘটনা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৯ ০০:৩৯
Share: Save:

ব্রিগেডে তৃণমূলের সমাবেশের আগের রাতেই শাসকদলের পঞ্চায়েত সমিতির এক কর্মাধ্যক্ষের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল। চণ্ডীপুর থানার ধান্যশ্রী গ্রামের ঘটনা।

পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, তৃণমূল পরিচালিত চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির মৎস্য-প্রাণী সম্পদ দফতরের কর্মাধ্যক্ষ লিপিকা ভক্তের বাড়ি ব্রজলালচক পঞ্চায়েতে ধান্যশ্রী গ্রামে। লিপিকার স্বামী দিব্যেন্দু তৃণমূলের কর্মী। তাঁদের একমাত্র ছেলে এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী। ব্রিগেড সমাবেশে দলীয় সমর্থকদের নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি সেরে শুক্রবার রাত ১১টা নাগাদ বাড়ি ফেরেন দিব্যেন্দু। খাওয়াদাওয়া সেরে ঘুমোতে যান দিব্যেন্দু, তাঁর স্ত্রী ও ছেলে।

দোতলা মাটির বাড়ির এক তলার একটি ঘরে থাকে দিব্যেন্দু পরিবার। পাশের একটি ঘরে থাকে দিব্যেন্দুর ভাইয়ের পরিবার। রাত দেড়টা নাগাদ প্রচণ্ড উত্তাপে দিব্যেন্দুর ঘুম ভেঙে যাওয়া। আগুন জ্বলছে দেখে স্ত্রী এবং ছেলেকে ডেকে তোলেন তিনি। দিব্যেন্দুর অভিযোগ, দরজা খুলে বেরোতে গিয়ে দেখেন বাইরে থেকেই দরজার ছিটকিনি বন্ধ করা। অন্য একটি দরজা খুলে ভাইয়ের ঘর দিয়ে কোনও রকমে বেরিয়ে আসেন তাঁরা। পরে প্রতিবেশীরা এসে পাম্প চালিয়ে পুকুরের জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে সেখানে য়ায় চণ্ডীপুর থানার পুলিশ এবং তমলুক দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। তবে দমকল পৌঁছনোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন।

ওই সময় স্থানীয়েরা দেখতে পান কিছু দূরেই একটি সাইকেল, তাস, জ্বলানি তেলের মগ পড়ে রয়েছে। ওই সাইকেলের এক জায়গায় লেখা ছিল একটি নাম। তা দেখে পাশের গ্রামের এক বাসিন্দাকে আটক করে পুলিশ। দিব্যেন্দুবাবু আটক হওয়া ওই ব্যক্তি- সহ চারজনের বিরুদ্ধে বাড়িতে তেল ছিটিয়ে আগুন লাগানো এবং তাঁদের পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে।

দিব্যেন্দু শনিবার বলেন, ‘‘রাতে ঘরে ঘুমিয়ে থাকার সময় জ্বালানি তেল ছিটিয়ে আগুন ধরিয়েছে দুষ্কৃতীরা। আগুনের তাপে আমার ঘুম ভেঙে যাওয়ায় কোনও রকমে সবাই বেরিয়ে আসি। পুড়িয়ে মারার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা।’’ তাঁর দাবি, সাইকেলের হ্যান্ডলে এবং তাসের কার্ডে যে ব্যক্তির নাম লেখা, তারাই ওই ঘটনায় জড়িত। অভিযোগ, এলাকায় বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত ওই ব্যক্তিরা। বিভিন্ন সময়ে ওদের গোলমালের অভিযোগ নিয়ে আলোচনায় বসতে হয় বলে জানিয়েছেন দিব্যেন্দু। তিনি বলেন, ‘‘পুরনো আক্রোশবশত এই ঘটনা বলেই অনুমান। এতে রাজনৈতিক যোগ রয়েছে বলে মনে হচ্ছে না।’’

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের কাছ থেকে একটি সাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপাতত চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Tamluk তমলুক
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE