Advertisement
১৬ এপ্রিল ২০২৪

হর্নের দৌরাত্ম্য ঠেকাতে অভিযান

হর্নের দৌরাত্ম্য ঠেকাতে মেদিনীপুরে অভিযানে নামল পুলিশ। মঙ্গলবার শহরে অভিযান হয়। অভিযান চালায় ট্রাফিক পুলিশ। কয়েকটি বাস থেকে বিকট শব্দের হর্ন খুলে নেওয়া হয়। বাসগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, অভিযান চলবে। 

এয়ার হর্ন খুলতে অভিযান পুলিশের। নিজস্ব চিত্র

এয়ার হর্ন খুলতে অভিযান পুলিশের। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৮ ০২:৫৮
Share: Save:

হর্নের দৌরাত্ম্য ঠেকাতে মেদিনীপুরে অভিযানে নামল পুলিশ। মঙ্গলবার শহরে অভিযান হয়। অভিযান চালায় ট্রাফিক পুলিশ। কয়েকটি বাস থেকে বিকট শব্দের হর্ন খুলে নেওয়া হয়। বাসগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, অভিযান চলবে।

মেদিনীপুরে হর্নের দাপট নতুন নয়। বিকট হর্ন বাজিয়ে হু-হু করে ছুটে যায় বাস, লরি, বাইক। পথচারীদের অনেকে ভ্যাবাচাকা খেয়ে যান। বাইকে বিকট শব্দের সাইলেন্সর লাগিয়ে ‘রোমিওগিরি’-র প্রবণতাও যেন বেড়ে চলেছে মেদিনীপুরে। বিধি উড়িয়ে হর্ন-বিলাসে মত্ত যুবকদের অনেকে। সব দেখেও পুলিশ কোনও ব্যবস্থা নেয় না বলে অভিযোগ। দিন কয়েক আগেই জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া নির্দেশ দেন, দেখতে পেলেই বিকট শব্দের ওই সাইলেন্সর খুলে ফেলতে হবে। ট্রাফিক পুলিশকে এই নির্দেশ দেন তিনি। সেই মতো ধরপাকড়ও শুরু হয়েছে শহরে।

জেলা পুলিশের এক কর্তার কথায়, ‘‘অল্পবয়সী ছেলেদের এখন বাইকে আওয়াজ করা ফ্যাশন। ধরপাকড় শুরু হয়েছে। জরিমানার সঙ্গে এরপর থেকে অভিভাবকদেরও ডাকা হবে।’’ তাঁর কথায়, ‘‘বাস, লরিতে বিকট শব্দের হর্ন থাকলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vehicle Horn Sound Pollution
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE