Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রেশন বণ্টনে ‘স্মার্ট কার্ড’, দোকানে বসছে পিওএস যন্ত্র

স্মার্ট কার্ডের মতো ডিজিটাল রেশনকার্ড ব্যবহার করে রেশন দোকানে খাদ্য সামগ্রীবণ্টন পদ্ধতি চালু করছে রাজ্যের খাদ্য দফতর। ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে গ্রাহকদের চাল, গম সহ বিভিন্ন সামগ্রী বণ্টনের পদ্ধতি চালু করতে রেশন দোকানগুলিতে পিওএস (পয়েন্ট অফ সেলিং) যন্ত্র বসানো হবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আনন্দ মণ্ডল
তমলুক শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ০২:৩০
Share: Save:

স্মার্ট কার্ডের মতো ডিজিটাল রেশনকার্ড ব্যবহার করে রেশন দোকানে খাদ্য সামগ্রীবণ্টন পদ্ধতি চালু করছে রাজ্যের খাদ্য দফতর। ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে গ্রাহকদের চাল, গম সহ বিভিন্ন সামগ্রী বণ্টনের পদ্ধতি চালু করতে রেশন দোকানগুলিতে পিওএস (পয়েন্ট অফ সেলিং) যন্ত্র বসানো হবে।

পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক ও পুরসভা এলাকা মিলিয়ে প্রথম পর্যায়ে বাছাই করা ৭২টি রেশন দোকানে নতুন পদ্ধতিতে রেশন সামগ্রী বণ্টনে উদেযোগী হয়েছে খাদ্য দফতর। ইতিমধ্যে ওই রেশন ডিলারদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা হয়েছে বলে খাধ্য দফতর সূত্রে জানা গিয়েছে। ডিসেম্বর বা জানুয়ারি মাস নাগাদ এই পদ্ধতি চালু হবে বলে খাদ্য দফতরের আশা। জেলার খাদ্য নিয়ামক সুনয় গোস্বামী বলেন, ‘‘রেশন সামগ্রী বণ্টনের জন্য উন্নত ব্যবস্থা চালু করতে রাজ্য খাদ্য দফতর উদ্যোগী হয়েছে। স্মার্ট কার্ডের মতো ডিজিটাল রেশন কার্ড ব্যবহার করে রেশন সামগ্রী বণ্টনের জন্য প্রথমপর্যায়ে জেলার ৭২টি রেশন দোকানে যন্ত্র বসানোর ব্যবস্থা করা হচ্ছে। এবিষয়ে ডিলারদের প্রশিক্ষনের ব্যবস্থা হয়েছে।’’

খাদ্য দফতর ও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রেশন গ্রাহকদের জন্য সরকারিভাবে বরাদ্দ খাদ্য সামগ্রী বণ্টনের জন্য এলাকাভিত্তিক রেশন ডিলার রয়েছে। গ্রাহকদের পুরনো রেশন কার্ড বদলে কয়েকবছর আগে ডিজিটাল রেশন কার্ড বিলির ব্যবস্থা হয়। ওই ডিজিটাল কার্ডে গ্রাহকদের নাম, বয়স, ঠিকানা-সহ বিভিন্ন তথ্য রয়েছে। এখন যদিও খাদ্য বণ্টনের ক্ষেত্রে আগের পদ্ধতি চালু রয়েছে। তবে এবার ওই ডিজিটাল রেশনকার্ড ব্যবহার করেই খাদ্য সামগ্রী বণ্টনের পদ্ধতি চালু করতে উদ্যোগী হয়েছে খাদ্য দফতর। এর জন্য রেশন দোকানগুলিতে একটি পিওএস যন্ত্র বসানো হবে। ইন্টারেনেটের মাধ্যমে ওই যন্ত্রের সঙ্গে খাদ্য দফতরের যোগ থাকবে। ওই যন্ত্রের মাধ্যমেই রেশনে সামগ্রী বণ্টনের হাল হকিকত জানতে পারবে খাদ্য দফতর। ফলে রেশন বণ্টন ব্যবস্থায় স্বচ্ছতাও আসবে বলে খাদ্য দফতরের কর্তাদের দাবি।

নতুন পদ্ধতির জন্য প্রশিক্ষণ নেওয়া তমলুক ব্লকের নকিবসান এলাকার রেশন ডিলার দীনেশ কর বলেন, ‘‘রেশন দোকানে যন্ত্র বসিয়ে কী ভাবে ডিজিটাল রেশন কার্ড ব্যবহার করতে হবে ও গ্রাহকদের সামগ্রী বন্টন করতে হবে সেই পদ্ধতি শেখানো হয়েছে। এতে গ্রাহকদের পাশাপাশি আমাদেরও সুবিধা হবে।’’ ওয়েস্টবেঙ্গল এমআর ডিলারস অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মাধব পাঁজা বলেন, ‘‘খাদ্য দফতরের এমন উদ্যোগকে আমরা সমর্থন করছি। রেশন ডিলারদের তরফেও এ ব্যাপারে সহযোগিতা করা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Smart Card POS Machine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE