Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পাওয়ার গ্রিড নিয়ে জট কাটাতে দফায় দফায় বৈঠক

পাওয়ার গ্রিডের জট কাটাতে বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করল গড়বেতা ৩ ব্লক প্রশাসন। সোমবার চার দফায় বৈঠকের পর মঙ্গলবার দু’দফায় স্থানীয়দের সঙ্গে প্রশাসন বৈঠক করেছে। ব্লক প্রশাসন সূত্রের খবর, বৈঠক ফলপ্রসূ হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা 
চন্দ্রকোনা রোড শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮ ০০:২৩
Share: Save:

পাওয়ার গ্রিডের জট কাটাতে বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করল গড়বেতা ৩ ব্লক প্রশাসন। সোমবার চার দফায় বৈঠকের পর মঙ্গলবার দু’দফায় স্থানীয়দের সঙ্গে প্রশাসন বৈঠক করেছে। ব্লক প্রশাসন সূত্রের খবর, বৈঠক ফলপ্রসূ হয়েছে।

গড়বেতা ৩ (চন্দ্রকোনা রোড) ব্লকের বুড়ামারায় ৮৩ একর সরকারি জমির উপর পাওয়ার গ্রিডের সাবস্টেশন তৈরির কাজ শুরু হয়েছে কয়েকমাস আগেই। এই প্রকল্প হলে প্রভাব পড়বে স্বাস্থ্য— এই অভিযোগে কয়েকদিন ধরে বিক্ষোভ দেখিয়েছিলেন বুড়ামারা, সাঁইনারা-সহ স্থানীয় ৬-৭টি গ্রামের বাসিন্দারা। বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ। গ্রেফতার করা হয় ছ’জন বিক্ষোভকারীকে। যদিও ধৃতেরা প্রত্যেকেই এখন জামিনে মুক্ত। প্রথম থেকেই স্থানীয় বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছিল গড়বেতা ৩ ব্লক প্রশাসন। পাওয়ার গ্রিড ক্ষতিকর নয়— এ কথা জানিয়ে মাইকিং প্রচার, লিফলেট বিলিও করা হয়। প্রকল্প এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।

সোমবার ব্লক অফিসে বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে ব্লক প্রশাসন। জানা গিয়েছে, বিক্ষোভকারীদের ছোট ছোট দলে আলোচনায় বসে সমস্যা সমাধানের চেষ্টা করছে প্রশাসন। সোমবারই চার দফায় ব্লক অফিসে এই আলোচনা হয়। সেখানে বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষেরা ছিলেন। পাওয়ার গ্রিড প্রকল্প কোনও ক্ষতিকর নয়, অযথা ভুল বুঝে বিক্ষোভ দেখানো অর্থহীন— এই বিষয়টি বারেবারে বোঝানো হয় স্থানীয়দের। এ দিন সকালেও বুড়ামারা গ্রামের বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসে ব্লক প্রশাসন। এ দিনের বৈঠকে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি আকাশদীপ সিংহ, পঞ্চায়েত সমিতির বন- ভূমি কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ভুঁইয়া, রাজীব ঘোষ। ছিলেন পুলিশের প্রতিনিধিও। বিক্ষোভকারীদের পক্ষে ছিলেন সনাতন সরেন, রামেশ্বর হেমব্রম, ভজহরি হাঁসদা, সুনীল হাঁসদা-সহ আরও অনেকে। এই দলের সদস্য বুড়ামারা গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্য লক্ষ্মীরাম টুডু বলেন, ‘‘প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। গ্রামের বাসিন্দারা বুঝেছেন, প্রকল্পের কাজ নিয়ে কেউ বিক্ষোভ দেখাবেন না বলে জানিয়েছেন। প্রকল্পের কাজ চলছে।’’

পঞ্চায়েত সমিতির বন-ভূমি কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ভুঁইয়া বলেন, ‘‘স্থানীয়দের সঙ্গে দু’দিন ধরে কয়েকবার আলোচনা করেছি। সকলেই জানিয়েছিন, তাঁরা ভুল বুঝে বিভ্রান্ত হয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। প্রকল্পের কাজ চলছে।’’ গড়বেতা ৩ বিডিও অভিজিৎ চৌধুরী বলেন, ‘‘পাওয়ার গ্রিড যে ক্ষতিকর নয় তা স্থানীয়দের সঙ্গে কয়েক দফায় আলোচনা করেছি। আরও আলোচনা হবে। স্থানীয়েরা বুঝছেন। এ ভাবেই সমস্যার সমাধান করা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Power Grid Garbeta
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE