Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ফোন বিলি ঝাড়গ্রামে

কেন্দ্রীয় সরকার ২৩টি রাজ্যের জেলার স্বনির্ভর গোষ্ঠীর তথ্য ডিজিট্যালের আওতায় আনার জন্য দায়িত্ব দিয়েছে জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ক নাবার্ডকে।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ০০:৫১
Share: Save:

কেন্দ্রীয় সরকার ২৩টি রাজ্যের জেলার স্বনির্ভর গোষ্ঠীর তথ্য ডিজিট্যালের আওতায় আনার জন্য দায়িত্ব দিয়েছে জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ক নাবার্ডকে। জেলার দশটি স্বেচ্ছাসেবী সংস্থাকে বাছা হয়েছে এই কাজের সহযোগিতারর জন্য। পশ্চিম মেদিনীপুর জেলাকে এই প্রকল্পের মডেল হিসেবে বাছা হয়েছে। জেলায় প্রায় ৩৮ হাজার স্ব-স্বহায়ক দল রয়েছে।

জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ক নাবার্ড-এর জেলা বিকাশ আধিকারিক নিরঞ্জন ভুঁইয়া জানান, মঙ্গলবার ঝাড়গ্রামে ১৭ জন প্রশিক্ষিতের হাতে স্মার্ট ফোন তুলে দেওয়া হয়। আগামী ছ’মাস তাঁরা ই-শক্তি অ্যাপের মাধ্যমে মাদার পোর্টালে আপলোড করবেন ৫১০ টি স্বনির্ভর গোষ্ঠীর সমস্ত তথ্য। তিনি জানান, দেশের মধ্যে ডিজিটাইজেশানের কাজে পশ্চিম মেদিনীপুরর দ্বিতীয় স্থানে রয়েছে। তাঁদের লক্ষ্য জেলার প্রায় সতেরো হাজার স্বনির্ভর গোষ্ঠীকে প্রকল্পের আওতায় আনা।’’

সংগঠনের সম্পাদিকা স্বাতী দত্ত জানান, ‘‘ঝাড়গ্রাম, কেশিয়াড়ি ও সাঁকরাইল ব্লকের ৫১০ টি স্ব-স্বহায়ক দলকে ডিজিটাইজেশানের আওতায় আনার জন্য দায়িত্ব দিয়েছে নাবার্ড। আমরা ৩১ ডিসেম্বরের মধ্যে সেটা করে ফেলেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Smart Phone Self-help group
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE