Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বর্ষশেষে উৎসবের ডালি

প্রথমে বড়দিন, তারপর নতুন বছরে পা। শীতের নরম রোদ্দুর গায়ে মেখে এই সময়টায় উৎসব-আনন্দে মেতে ওঠেন অনেকেই। আর তাই এক গুচ্ছ আয়োজন থাকছে শহর মেদিনীপুরে।

আলোর সাজ। মেদিনীপুরে নির্মল হৃদয় আশ্রম (বাঁ দিকে)। খড়্গপুর সেক্রেড হার্ট চার্চ (ডান দিকে)। ছবি: সৌমেশ্বর মণ্ডল ও রামপ্রসাদ সাউ।

আলোর সাজ। মেদিনীপুরে নির্মল হৃদয় আশ্রম (বাঁ দিকে)। খড়্গপুর সেক্রেড হার্ট চার্চ (ডান দিকে)। ছবি: সৌমেশ্বর মণ্ডল ও রামপ্রসাদ সাউ।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৬ ০১:১২
Share: Save:

প্রথমে বড়দিন, তারপর নতুন বছরে পা। শীতের নরম রোদ্দুর গায়ে মেখে এই সময়টায় উৎসব-আনন্দে মেতে ওঠেন অনেকেই। আর তাই এক গুচ্ছ আয়োজন থাকছে শহর মেদিনীপুরে। আজ, শনিবার থেকেই শুরু হচ্ছে একের পর এক উত্সব, মেলা। চলবে নতুন বছরের গোড়া পর্যন্ত। লাইভ পেন্টিং, ডিজাইনার শো, ডান্স ইভেন্ট— উত্সবমুখর হয়ে ওঠা এখন সময়ের অপেক্ষা।

আজ, শনিবার থেকে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে শুরু হবে ফোটোগ্রাফি উত্সব। আয়োজক পশ্চিম মেদিনীপুর ফটোগ্রাফি ক্লাব। দু’দিনের উত্সবে কাল, রবিবার থাকছে লাইভ পেন্টিং, ডিজাইনার শো-সহ নানা ইভেন্ট। ফোটোগ্রাফি ক্লাবের অন্যতম কর্তা কৃষ্ণা ভিলানি বলছিলেন, ‘‘গতবার বেশ সাড়া পেয়েছিলাম। আশা করি, এ বারও উত্সবে সাড়া মিলবে।’’ ২০১৩ সালে হাতে গোনা কয়েকজনকে নিয়ে শুরু হয়েছিল এই ক্লাব। পরে সংখ্যাটা আরও বাড়ে। এই ফটোগ্রাফি উত্সবের এ বার চতুর্থ বর্ষ।

কাল, রবিবার থেকেই আবার মেদিনীপুর শহরে শুরু হয়ে যাবে বড়দিনের মেলা। মেলা হবে চার্চস্কুল মাঠে। মেদিনীপুরে তেমন বড় মেলা হয় না। বড় মেলা বলতে এই বড়দিনের মেলাই। মেলা চলবে নতুন বছরের গোড়া পর্যন্ত। শুধু শহর নয়, শহরের আশপাশের অনেকেই এই বড়দিনের মেলার জন্য বছরভর অপেক্ষা করে থাকেন। মেলায় প্রচুর রকমারি স্টল আসে। থাকে নাগরদোলা-সহ খুদেদের মনোরঞ্জনের নানা সরঞ্জাম। মাঠের বাইরেও নানা স্টল বসে। বিকেল হলেই ভিড় জমতে শুরু করে।

৩০ ডিসেম্বর শহরে হবে ড্যান্স কার্নিভাল। উদ্যোক্তা ‘অরিফেরাস ড্যান্স ক্রিয়েশান’। এই কার্নিভালে আসবেন রিয়্যালিটি শো খ্যাত প্রাঞ্জল, মৈনাক পাল। ৩১ ডিসেম্বর শহরের জেলা পরিষদ হল প্রদ্যোত স্মৃতি সদনে থাকছে শাস্ত্রীয় নৃত্যের অনুষ্ঠান। উদ্যোক্তা ‘ছন্দনীড়’। শহরের এই শাস্ত্রীয় নৃত্যের প্রতিষ্ঠানের অধ্যক্ষা জয়িতা আঢ্যের নির্দেশনায় পরিবেশিত হবে ‘পঞ্চমবেদ’। জয়িতাদেবী বলেন, “এই আদি শাস্ত্রের উত্পত্তি, বিবর্তন ও প্রদর্শন আজকাল খুব একটা দেখা যায় না। বিশেষ করে মেদিনীপুরের মতো মফস্‌সলে।’’

৩১ ডিসেম্বর থেকে দু’দিন শহরে বসছে লিটল ম্যাগাজিন মেলা। উদ্যোক্তা মেদিনীপুর লিটল ম্যাগাজিন আকাদেমি। এই মেলা হবে জেলা পরিষদ প্রাঙ্গণে। থাকবে বিভিন্ন প্রকাশনার একগুচ্ছ বই। তবে বর্ষশেষেই শেষ নয়। নতুন বছরের প্রথম দিকে ক্ষুদ্র শিল্প মেলা, লোক উত্সবও হবে এই শহরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

festivals
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE