Advertisement
১৯ এপ্রিল ২০২৪

শাড়ি থেকে পাঞ্জাবি, অভিষেক বরণে প্রস্তুতি

আগামী ২১ জুলাই কলকাতায় সমাবেশ রয়েছে। সমাবেশের প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার সমাবেশের প্রস্তুতি হিসেবেই সবংয়ের এই সমাবেশ। কলকাতায় দলের প্রধান কার্যালয়ে অভিষেকের হাত থেকেই তৃণমূলের পতাকা নিয়েছিলেন সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া।

শিল্পীত: শাড়ির বুননে পট-ছবি। নিজস্ব চিত্র

শিল্পীত: শাড়ির বুননে পট-ছবি। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৭ ০০:০০
Share: Save:

শাড়ি, পাঞ্জাবি থেকে ঘর সাজানোর সরঞ্জাম— যুব তৃণমূলের রাজ্য সভাপতির হাতে এমনই নানা উপহার তুলে দিয়ে বরণ করে নিতে প্রস্তুত সবং। দলীয় সমাবেশে যোগ দিতে কাল, বুধবার সবংয়ে আসছেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের হাতে একগুচ্ছ উপহার তুলে দেবেন সংগঠনের জেলা নেতৃত্ব।

আগামী ২১ জুলাই কলকাতায় সমাবেশ রয়েছে। সমাবেশের প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার সমাবেশের প্রস্তুতি হিসেবেই সবংয়ের এই সমাবেশ। কলকাতায় দলের প্রধান কার্যালয়ে অভিষেকের হাত থেকেই তৃণমূলের পতাকা নিয়েছিলেন সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া। মানসবাবু দলবদলের পর সবংয়ে এসে সভা করে গিয়েছেন অধীর চৌধুরী, আব্দুল মান্নানরা। তাই মানসবাবুও চেয়েছিলেন, ২১ জুলাইয়ের প্রস্তুতি সমাবেশ যেন সবংয়ে হয়।

দলীয় সূত্রে খবর, সমাবেশে অভিষেকের হাতে শাড়ি দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার জন্য। বিশ্বের দরবারে কন্যাশ্রী প্রকল্পের স্বীকৃতি মিলেছে। এই প্রকল্পকে সামনে রেখেই পটের ধাঁচে শাড়ি তৈরি করানো হয়েছে। শাড়িটি তৈরি করেছেন পিংলার পটশিল্পীরাই। অভিষেককে দেওয়া হবে দাঁতনের তসরের পাঞ্জাবি। বাবুই দড়ি দিয়ে তৈরি ঘর সাজানোর সরঞ্জামও দেওয়া হবে। এই সরঞ্জাম তৈরি করেছেন বেলপাহাড়ির শিল্পীরা। উপহারের তালিকায় থাকছে সবংয়ের মাদুরও। আর থাকছে খেলনা। এই খেলনা তৈরি করেছেন মেদিনীপুরের মহিলা কলেজের ছাত্রীরা। মেয়ের হাতে তুলে দেওয়ার জন্যই অভিষেককে এই খেলনা দেওয়া হবে।

যুব তৃণমূলের জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি বলছিলেন, “মেদিনীপুরের মহিলা কলেজে একটা কেন্দ্র রয়েছে। ওখানে মেয়েদের হাতের কাজ শেখানো হয়। কলেজের মেয়েরা জানিয়েছিল, ওরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে কিছু খেলনা তুলে দিতে চায়। আমরা ওদের আর্জিতে সাড়াই দিয়েছি।” একইসঙ্গে তাঁর সংযোজন, ‘‘সবংয়ের সমাবেশ ঐতিহাসিক হবে।” সবংয়ের সমাবেশ সফল করতে গত কয়েক দিন ধরে দফায় দফায় বৈঠক করেছে যুব তৃণমূল। জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বও বৈঠকে ছিলেন। সোমবারও সবংয়ে প্রস্তুতি সভায় ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি। শাসক দলের দাবি, সমাবেশে লক্ষাধিক মানুষের জমায়েত হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE