Advertisement
২৩ এপ্রিল ২০২৪

অনশনরত ছাত্রদের সঙ্গে দেখা করলেন সৌমেন

তৃণমূল ছাত্র পরিষদের তমলুক কলেজ ইউনিট সভাপতি পদ থেকে সৌমেন চক্রবর্তীকে অপসারণের প্রতিবাদে অনশনরত কলেজের ছাত্র সংসদ সদস্যদের সঙ্গে দেখা করতে এলেন তমলুকের বিধায়ক তথা রাজ্যের জল সম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র।

তমলুক কলেজে সৌমেন মহাপাত্র। —নিজস্ব চিত্র।

তমলুক কলেজে সৌমেন মহাপাত্র। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ১৭ মে ২০১৫ ০০:৩৫
Share: Save:

তৃণমূল ছাত্র পরিষদের তমলুক কলেজ ইউনিট সভাপতি পদ থেকে সৌমেন চক্রবর্তীকে অপসারণের প্রতিবাদে অনশনরত কলেজের ছাত্র সংসদ সদস্যদের সঙ্গে দেখা করতে এলেন তমলুকের বিধায়ক তথা রাজ্যের জল সম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র।

কলেজ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে সৌমেনবাবু কলেজ চত্বরে ছাত্র সংসদের অফিসের সামনে অনশনরত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন। অনশনের কারণ জানতে চান। পড়ুয়ারা জানায়, ত্র সংগঠনের জেলা সভাপতি দীপক দাস গত শনিবার সংবাদমাধ্যমকে এই অপসারণের বিষয়ে জানালেও সংগঠনের জেলা নেতৃত্ব তাঁদের কিছু জানায়নি। এমনকী এ দিন তাঁদের দাবি, ‘‘সৌমেন চক্রবর্তীকে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি থেকে সরানোর সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারছি না। আমরা তাঁকে নেতা হিসেবে মেনে চলতে চাই।’’এ দিকে শুক্রবার থেকে ছাত্র সংসদ সদস্যরা আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে। অনশনরত ওই ছাত্র-ছাত্রীদের মধ্যে অসুস্থ হয়ে পড়া ছাত্র সংসদের সভাপতি অমৃতেন্দু জানাকে এ দিন মন্ত্রীর হস্তক্ষেপে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্তু ভোটে দল বিরোধী কাজের অভিযোগে অপসারিত ছাত্র নেতার সমর্থনে চলা এই অনশন কর্মসূচিতে মন্ত্রী সৌমেন মহাপাত্র এ দিন দেখা করতে আসায় তা নিয়ে দলের অন্দরে বিতর্ক তৈরি হয়েছে । মন্ত্রী সৌমেন মহাপাত্র অবশ্য সাংবাদিকদের এ দিন বলেন, ‘‘এলাকার জনপ্রতিনিধি হিসেবে ছাত্র-ছাত্রীদের কথা শুনতে এসেছিলাম। যা জেনেছি তা দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে জানাব।’’ তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে অপসারণ প্রসঙ্গ নিয়ে সৌমেনবাবু এ দিন বলেন, ‘‘পুরভোটে দলবিরোধী কাজের জন্য যাঁকে অপসারণ করা হয়েছে তাঁর বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার আগে কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি। কারোর অপরাধ প্রমাণিত হলে তাঁকে শাস্তি দেওয়া হোক। তবে কোনও নিরপরাধের যেন সাজা না হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE