Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মাকড়সার কামড়ে পচন পায়ের আঙুলে

বিষাক্ত মাকড়সার কামড়ে পায়ের আঙুলে পচন ধরে গিয়েছে এক মহিলার। অর্চনা দে নামে বছর তেতাল্লিশের ওই মহিলা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৫ জুন ২০১৮ ০০:০০
Share: Save:

বিষাক্ত মাকড়সার কামড়ে পায়ের আঙুলে পচন ধরে গিয়েছে এক মহিলার। অর্চনা দে নামে বছর তেতাল্লিশের ওই মহিলা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।

মেদিনীপুর মেডিক্যালের চিকিত্সক জয়দীপ পাল মানছেন, “ওই মহিলার পায়ের আঙুলে ‘গ্যাংরিন’ হয়েছে। অর্থাৎ, পচন ধরেছে।” তাঁর কথায়, “মহিলা জানিয়েছেন, তাঁকে ট্যারান্টুলায় কামড়েছে। বিষাক্ত মাকড়সায় কামড়ালে যে গ্যাংরিন হতে পারে, এই ঘটনা থেকে এটা বোঝা যাচ্ছে।” হাসপাতাল সূত্রে খবর, মহিলার শারিরীক অবস্থা এখন স্থিতিশীল। আগামী দু’-তিন দিনের মধ্যে অস্ত্রোপচার করে পচন ধরে যাওয়া আঙুলটি বাদ দেওয়া হতে পারে।

গত ১৭ মে রাতে ঘরের মধ্যেই বিষাক্ত মাকড়সায় কামড়ায় অর্চনাদেবীকে। লালমোহনবাবুর দাবি, “ওই মাকড়সা ট্যারান্টুলাই ছিল। কামড়ানোর পরে প্রচুর যন্ত্রণা হতে শুরু করে।”

বিষাক্ত মাকড়সার কামড় খেয়ে মেদিনীপুর মেডিক্যালে আরও দু’জন ভর্তি রয়েছেন। হাসপাতালের এক সূত্রে খবর, কৃষ্ণা শীট নামে সবংয়ের মনোহরপুরের এক শিশু ভর্তি রয়েছে। রেণুকা রাণা নামে মেদিনীপুরের শেখপুরার এক মহিলা ভর্তি রয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক তথা জীববৈচিত্র বিশেষজ্ঞ অমলকুমার মণ্ডল বলেন, “ট্যারান্টুলা নিয়ে অযথা আতঙ্কের কিছু নেই। প্রাপ্তবয়স্কের মৃত্যুর ভয় নেই। কিন্তু যথাসময়ে চিকিত্সার প্রয়োজন। কামড়ালে হাসপাতালে গিয়ে চিকিত্সা করানো জরুরি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bite Spider Bite Gangrene Rotten Tarantula
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE