Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পর্দায় বই পড়া নিয়ে উৎসাহ ছাত্রছাত্রীদের

রাজ্যের পঠন-পাঠন পদ্ধতিতে এই ‘বদল’ ঘটতে চলেছে শীঘ্র। চালু হতে চলেছে ‘স্মার্ট ক্লাস’। পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পাঞ্চলের একাধিক স্কুলে কম্পিউটারের মাধ্যমে পড়ানো হবে ছাত্রছাত্রীদের।

পাঠদানের জন্য চালু হচ্ছে এমনই ব্যবস্থা । নিজস্ব চিত্র

পাঠদানের জন্য চালু হচ্ছে এমনই ব্যবস্থা । নিজস্ব চিত্র

কেশব মান্না
হলদিয়া শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৮ ০৯:৩০
Share: Save:

ব্ল্যাকবোর্ড, চক-ডাস্টার আর নয়। এবার পর্দাতেই পড়ুয়াদের শেখানো হবে সালোকসংশ্লেষ!

রাজ্যের পঠন-পাঠন পদ্ধতিতে এই ‘বদল’ ঘটতে চলেছে শীঘ্র। চালু হতে চলেছে ‘স্মার্ট ক্লাস’। পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পাঞ্চলের একাধিক স্কুলে কম্পিউটারের মাধ্যমে পড়ানো হবে ছাত্রছাত্রীদের।

প্রশাসন সূত্রে খবর, আজ, মঙ্গলবার নতুন এই পাঠদান প্রক্রিয়ার সূচনা করবেন রাজ্যের পরিবহণ মন্ত্রী এবং এইচডিএ (হলদিয়া উন্নয়ন পর্ষদ)-র চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। আপাতত সুতাহাটা ব্লকের জয়নগর হাইস্কুল এবং পরাণচক হাইস্কুলে ‘স্মার্ট ক্লাস’ চালু হচ্ছে। হলদিয়ার একটি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ‘হলদিয়া এনার্জি’ শিক্ষা ক্ষেত্রে এই নতুন পদ্ধতি প্রণয়নে সহায়তা দিচ্ছে।

কেমন এই ‘স্মার্ট ক্লাস’?

পরাণচক হাইস্কুলের প্রধান শিক্ষক দীপনারায়ণ জানা বলেন, ‘‘একটি কম্পিউটার ও প্রজেক্টর মেশিন থাকছে। ইন্টারনেটের মাধ্যমে পর্দায় পড়ানো হবে পাঠ্যবইয়ের বিষয়বস্তু। কখনও সিডি কিংবা পেন ড্রাইভে রাখা পাঠ্য বইয়ের তথ্য উপস্থাপন করা হবে পড়ুয়াদের কাছে। শিক্ষক মহলের মতে, বেসরকারি স্কুলগুলিতে স্মার্ট ক্লাস চালু থাকলেও, সরকারি স্কুলগুলি এই নিয়ে তেমন উদ্যোগী ছিল না। ‘অডিওভিসুয়াল’ পদ্ধতিতে পঠনপাঠন পড়ুয়াদের আরও বেশি পড়াশোনার প্রতি আকৃষ্ট করবে বলে মনে করছেন তাঁরা।

নতুন এই পদ্ধতি নিয়ে পরাণচক হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী পৌলমী প্রামাণিকের কথায়, ‘‘স্যারদের মুখ থেকে পড়া শোনার চেয়ে পর্দায় তা দেখে শেখার অনুভূতি নিঃসন্দেহে অন্যরকম। তা ছাড়া, অন্য স্কুলে কেমন পড়ানো হয় তাও অনায়াসে জানা যাবে ইন্টারনেটে।’’ একই দাবি একাদশ শ্রেণির ছাত্র ভাস্বর চক্রবর্তীর। তার কথায়, ‘‘চিরাচরিত পদ্ধতির পঠনপাঠন ব্যবস্থায় অনেকেই পড়া বুঝতে পারত না। এ ক্ষেত্রে দেখে দেখে পড়তে পারলে তা অনেক সহজে বোঝা যাবে।

এর জন্য স্কুলগুলির তরফে শুধু পরিকাঠামো গড়ে তোলা নয়, সংশ্লিষ্ট শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। জয়নগর হাইস্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা মুখোপাধ্যায় বলেন, ‘‘ইতিমধ্যে আমরা ১৫ জন শিক্ষক-শিক্ষিকাকে এ বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি। এখন স্কুলের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের ‘স্মার্ট ক্লাস’-এর সুযোগ দেওয়া হবে।’’

তবে নতুন পদ্ধতিতে কিছু অসুবিধাও আছে জানিয়ছেন স্কুল কর্তৃপক্ষ। তাঁদের দাবি, একটি মাত্র ক্লাস রুম রয়েছে। সেখানে নিয়মিত সব পড়ুয়াকে সব বিষয়ে পড়ানো যাবে না। তাই, প্রতিমাসে এক একটি ক্লাসের ছাত্রদের সুযোগ জুটতে পারে। কম্পিউটার-সহ অন্যান্য সামগ্রী দিচ্ছে হলদিয়া এনার্জি। সংস্থার এক আধিকারিক সুদীপ্ত মুখোপাধ্যায় জানান, সামাজিক দায়বদ্ধতার কারণেই এমন উদ্যোগ।

মঙ্গলবার হলদিয়া পুরসভায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই ‘স্মার্ট ক্লাস’ চালু করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Haldia Digital Class Smart Class
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE