Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জটিল অস্ত্রোপচারে সফল ঝা়ড়গ্রাম

মঙ্গলবার ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে এক যুবকের পায়ের জটিল অস্ত্রোপচার করলেন ঝাড়গ্রাম জেলা হাসপাতালের শল্য চিকিৎসক গৈরিক মাজি ও চিকিৎসক (অ্যানাস্থেটিস্ট) প্রসূন ঘোষ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৬ ০০:০০
Share: Save:

মঙ্গলবার ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে এক যুবকের পায়ের জটিল অস্ত্রোপচার করলেন ঝাড়গ্রাম জেলা হাসপাতালের শল্য চিকিৎসক গৈরিক মাজি ও চিকিৎসক (অ্যানাস্থেটিস্ট) প্রসূন ঘোষ। ভাদু গরাই নামে ওই যুবকের বাড়ি ঝাড়গ্রাম থানার মানিকপাড়া অঞ্চলের বামুনিয়াবাঁধ গ্রামে। এ দিন জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষের কাজ করার সময় ভাদুবাবুর ডান পা পিছলে গিয়ে পাওয়ার টিলারের ঘুরন্ত লোহার একাধিক ফলায় বিঁধে যায়। মুহূর্তে ঘুরন্ত লোহার একটি ফলা ডান পায়ের তলায় ঢুকে এ ফোঁড় ও ফোঁড় হয়ে যায়। আর একটি ফলা ডান হাঁটুর পিছনে ঢুকে যায়। স্থানীয় বাসিন্দারা ফলাবিদ্ধ ভাদুবাবুকে আশঙ্কাজনক অবস্থায় ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। টানা দেড় ঘন্টা অস্ত্রোপচারের পরে ভাদুবাবুকে সুপার স্পেশ্যালিটির মেল সার্জিক্যাল ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। গৈরিক মাজি বলেন, “রক্তসংবহনকারী মূল ধমনীকে বাঁচিয়ে নিরাপদে সফল অস্ত্রোপচার করা গিয়েছে। প্রচুর রক্তপাত হয়েছিল। অস্ত্রোপচারের পরে রোগী সুস্থ রয়েছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jhargram district hospital Successful surgery
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE