Advertisement
১৬ এপ্রিল ২০২৪
লক্ষ্য কেশিয়াড়ি পুনরুদ্ধার

দেড় ঘণ্টা ‘ক্লোজ ডোর’ চান শুভেন্দু

স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কেশিয়াড়ি ‘পুনরুদ্ধারে’র দায়িত্ব দিয়েছেন। এ বার শুভেন্দু অধিকারী নিজেই জানালেন, সেই দায়িত্ব পালনে তিনি প্রস্তুত। বিজেপির থেকে ছিনিয়ে কেশিয়াড়ি তৃণমূলের কাছে ফিরিয়ে দেবেন তিনি। 

জেলা তৃণমূলের বৈঠকে মন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

জেলা তৃণমূলের বৈঠকে মন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮ ০১:৫৯
Share: Save:

‘বুথের সভাপতি, পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের সঙ্গে আমাকে ‘ক্লোজ ডোর’ বসার সুযোগ করে দেবেন। সকলের মোবাইল অফ থাকবে। দেড় ঘন্টা কথা বলার সুযোগ করিয়ে দেবেন। আমি কেশিয়াড়িটা সুন্দর করে দেব।’

স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কেশিয়াড়ি ‘পুনরুদ্ধারে’র দায়িত্ব দিয়েছেন। এ বার শুভেন্দু অধিকারী নিজেই জানালেন, সেই দায়িত্ব পালনে তিনি প্রস্তুত। বিজেপির থেকে ছিনিয়ে কেশিয়াড়ি তৃণমূলের কাছে ফিরিয়ে দেবেন তিনি।

‘ব্রিগেড চলো’র প্রস্তুতি দেখতে শনিবার মেদিনীপুরে জেলা তৃণমূলের বৈঠক হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ মানস ভুঁইয়ারা। দলের তরফে বক্সী পশ্চিম মেদিনীপুরের পর্যবেক্ষক। শুভেন্দুকেও এ জেলায় দলের কাজকর্ম দেখার দায়িত্ব দিয়েছেন মমতা। তৃণমূলের এক সূত্রে খবর, এ দিন বৈঠকে শুভেন্দুও বলেছেন, ‘‘বক্সীদাই প্রধান পর্যবেক্ষক। আমি সহযোগী। জেলা, ব্লক যখন যেমন ডাকবেন আমাকে পেয়ে যাবেন।’’ আর আলাদা করে বলেছেন কেশিয়াড়ির কথা।

তৃণমূল সূত্রে খবর, এ দিনের বৈঠকে শুভেন্দু বলেন, ‘‘আমাকে নেত্রী কেশিয়াড়ি দেখার কথা বলেছেন। আমি কেশিয়াড়িটা দায়িত্ব নিয়ে তুলে দেবো। আপনাদের চিন্তার কোনও কারণ নেই।’’ ২৩ ডিসেম্বর কেশিয়াড়িতে দলীয় বৈঠক করবেন বলেও জানান শুভেন্দু। তাঁর কথায়, ‘‘আমি পবিত্রভাইকে (পবিত্র পাত্র, তৃণমূলের কেশিয়াড়ি ব্লক সভাপতি) বলছি, আগামী ২৩ তারিখ কেশিয়াড়ি আসব। আমাকে ক্লোজ ডোর বসার সুযোগ করে দেবেন।’’

গত পঞ্চায়েত ভোটে কেশিয়াড়িতে ধাক্কা খেয়েছে তৃণমূল। ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৫টিতেই বোর্ড গড়েছে বিজেপি। কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে গেরুয়া শিবির। ২৫টি আসনের মধ্যে ১৩টি বিজেপির দখলে এসেছে। তবে বোর্ড গঠন এখনও হয়নি। গত ৩ ডিসেম্বর কেশিয়াড়ির প্রশাসনিক সভা থেকেই শুভেন্দুকে দলের তরফে কেশিয়াড়ি দেখার দায়িত্ব দেন মমতা। সেই দায়িত্ব পালনে তিনি যে দৃঢ়প্রতিজ্ঞ এ দিন বারবার তা বুঝিয়েছেন শুভেন্দু। দল সূত্রে খবর বৈঠকে তিনি বলেছেন, ‘‘কোন রাস্তা দিয়ে ঢুকতে হয়, কোন রাস্তা দিয়ে বেরোতে হয়, কোথায় হাঁটতে হয়, কোথায় কী করতে হয়, আই নো ইট ভেরি ওয়েল। আপনারা জানেন, এটা আমি করে দেখিয়েছি অনেক জায়গায়।’’ সেই সঙ্গে শুভেন্দুর বার্তা, ‘‘আমার মনে হয়েছে, আপনারা অনেক বেশি পুলিশ-প্রশাসনের উপর নির্ভর করে গিয়েছিলেন। আমি আপনাদের বলব, দলের কাজটা দলকেই করতে হবে।’’

এ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি শমিত দাশের কটাক্ষ, ‘‘পূর্ব মেদিনীপুরেও বিজেপি তরতর করে বাড়ছে। শুভেন্দু আগে সেখানে নিজের দলকে সামলান। তারপর পশ্চিম মেদিনীপুর সামলাবেন।’’ তাঁর আরও দাবি, ‘‘তৃণমূল আগেও কেনাবেচার চেষ্টা করেছে। কিছুতেই পারেনি। আরও চেষ্টা করতে গেলে কেশিয়াড়ি থেকে হয়তো তৃণমূলটাই উঠে যাবে!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Closed Door Meeting Suvendu Adhikari
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE