Advertisement
২৫ এপ্রিল ২০২৪

তৃণমূল-বিজেপি সংঘর্ষ পটাশপুরে

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর প্রধানমন্ত্রী আবাস যোজনায় তালিকাভুক্তরা বাড়ি পেয়েছেন কি না তার সমীক্ষা করতে এসেছিল ব্লকের সরকারি প্রতিনিধি দল। বিজেপির অভিযোগ, নোনাকৌড়দা গ্রামে ওই প্রকল্পের নাম থাকা তাদের সমর্থকদের বাড়িতে সমীক্ষা করতে বাধা দেন তৃণমূলের স্থানীয় নেতারা।

নিজস্ব সংবাদদাতা
পটাশপুর শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ০৭:০০
Share: Save:

প্রধানমন্ত্রী আবাস যোজনায় তালিকাভুক্তদের কে বাড়ি পেয়েছেন, কে পাননি তা দেখতে এলাকায় গিয়েছিলেন সরকারি প্রতিনিধি। কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। গুরুতর জখম দু’পক্ষের পাঁচজন। আহতদের সকলেই এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন। সমীক্ষা করতে যাওয়া সরকারি প্রতিনিধিকে আটকে রেখে হেনস্থারও অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ পটাশপুর-২ ব্লকের খাড় ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের নোনাকৌড়দা গ্রামের ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর প্রধানমন্ত্রী আবাস যোজনায় তালিকাভুক্তরা বাড়ি পেয়েছেন কি না তার সমীক্ষা করতে এসেছিল ব্লকের সরকারি প্রতিনিধি দল। বিজেপির অভিযোগ, নোনাকৌড়দা গ্রামে ওই প্রকল্পের নাম থাকা তাদের সমর্থকদের বাড়িতে সমীক্ষা করতে বাধা দেন তৃণমূলের স্থানীয় নেতারা। শুধুমাত্র তৃণমূলের সমর্থকদের বাড়িতে সমীক্ষা করে ব্লকের প্রতিনিধি দল। এমনকী ওই বুথে বিজেপির জয়ী সদস্যকে পর্যন্ত সমীক্ষার বিষয়ে জানানো হয়নি। এই পক্ষপাতের বিরুদ্ধে যাঁদের বাড়িতে সমীক্ষা হয়নি তাঁরা এবং স্থানীয় বিজেপি কর্মীরা সমীক্ষক দলকে বাধা দেন ও তাঁদের আটকে রাখেন বলে অভিযোগ। এতে ক্ষিপ্ত হয়ে তৃণমূলের লোকজন বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে বিজেপি সমর্থদের উপর হামলা করলে বিজেপি কর্মীরাও তৃণমূলের লোকজনকে আক্রমণ করে বলে অভিযোগ। সংঘর্ষে বিজেপির এক মহিলা-সহ দু’পক্ষের পাঁচ জন জখম হন। তাঁদের এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ও আটক সরকারি কর্মীদের উদ্ধার করে।

বিজেপির সদস্য রূপা নদী অবশ্য হামলার ঘটনা অস্বীকার করেছেন। তাঁর অভিযোগ, ‘‘তৃণমূলের লোকেরা পরিকল্পনা করে আমাদের সমর্থকদের বাড়িতে সমীক্ষা করতে প্রতিনিধি দলকে বাধা দেয়। আমাদের কর্মীরা প্রতিবাদ করলে তৃণমূলের লোকেরা আমাদের কর্মীদের ও বিশে, করে মহিলাদের উপর লাঠি-খুর নিয়ে হামলা চালায়।’’

তিনি জানান, তাঁদের দলের একজন মহিলা-সহ তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। শুধু তাই নয়, পঞ্চায়েত সদস্য হওয়া সত্ত্বেও সমীক্ষা সংক্রান্ত কোনও তথ্য তাঁকে জানানো হয়নি।

স্থানীয় তৃণমূল নেতা গণেশ পড়্যার বক্তব্য, ‘‘যাঁরা আগে সরকারি অন্য প্রকল্পে বাড়ি পেয়েছেন তাঁদের সমীক্ষা হয়নি। সেই সব বাড়ি ছাড়া তালিকা অনুযায়ী সমীক্ষা হচ্ছিল। বিজেপি কর্মীরা পরিকল্পিত ভাবে সরকারি কর্মীদের আটকে হেনস্থা করে। তাতে বাধা দিলে আমাদের কর্মীদের উপর লাঠি,বাঁশ নিয়ে আক্রমণ করে। দুজন হাসপাতালে ভর্তি আছে।’’

পটাশপুর থানার পুলিশ জানিয়েছে, আবাস যোজনার সমীক্ষা নিয়ে দু’দলের সংঘর্ষ হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। আটক প্রতিনিধি দলের সদস্যদের উদ্ধার করে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। রিস্থিতির উপর নজর রাখতে অতিরিক্ত পুলিশ এবং র‌্যাফ মোতায়েন করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Clash Violence TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE