Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আদালত চত্বরে প্রচার প্রার্থীদের

প্রচারের শেষ দিন ৭ এপ্রিল। তার আগে জোরদার প্রচার চালাচ্ছে সব দল। ফাঁক যেন থাকে না কোথাও। কাঁথি আদালতে আইনজীবীদের মধ্যে সোমবার ও মঙ্গলবার প্রচার অভিযান চালাল তৃণমূল ও বিজেপি। তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য নিজে আইনজীবী।

চেনা-মাঠ: কাঁথি আদালতে চন্দ্রিমা ভট্টাচার্য। নিজস্ব চিত্র

চেনা-মাঠ: কাঁথি আদালতে চন্দ্রিমা ভট্টাচার্য। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কাঁথি শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ০১:০২
Share: Save:

প্রচারের শেষ দিন ৭ এপ্রিল। তার আগে জোরদার প্রচার চালাচ্ছে সব দল। ফাঁক যেন থাকে না কোথাও।

কাঁথি আদালতে আইনজীবীদের মধ্যে সোমবার ও মঙ্গলবার প্রচার অভিযান চালাল তৃণমূল ও বিজেপি।

তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য নিজে আইনজীবী। সোমবার তিনি আদালতের ক্রিমিনাল ও সিভিল বার অ্যাসোসিয়েশনে যান। মঙ্গলবার বিজেপি প্রার্থী সৌরীন্দ্রমোহন জানাও আদালতে গিয়ে ভোটের প্রচার সারেন। কথা বলেন আদালতের আইনজীবী আর উপভোক্তাদের সঙ্গে।

মঙ্গলবার তৃণমূল প্রার্থীর সমর্থনে ঘাটুয়া থেকে কাপাশদা পর্যন্ত পদযাত্রা করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “তৃণমূল ছাড়া কাঁথিতে অন্য কোনও দলকে ভোট দেওয়া মানে, ভোট নষ্ট করা। ফলাফল যাই হোক, ত্রিস্তর পঞ্চায়েত বা রাজ্য সরকার পরিবর্তন হবে না।’’

এ দিন বিকেলে কাঁথি কানেলপাড় থেকে তৃণমূলের মহিলা সদস্যদের মিছিল কাঁথি শহর পরিক্রমা করে। মিছিলের শুরুতে বক্তব্য রাখেন সাংসদ শিশির অধিকারী। মিছিলে নেতৃত্ব দেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি মধুরিমা মণ্ডল, বিধায়ক বনশ্রী মাইতি।

বিজেপি প্রার্থী সৌরীন্দ্রমোহন জানার সমর্থনে সাতমাইলে সভা করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিংহ। তিনি বলেন, “ভারত জুড়ে বিজেপি ঝড় চলছে। সেই ঝড়ে আজ নয়তো কাল তৃণমূল উড়ে যাবেই।“ এ দিন সন্ধ্যায় কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডের সভায় বক্তব্য রাখেন বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য।

সেন্ট্রাল বাসস্ট্যান্ডেই বাম প্রার্থী উত্তম প্রধানের সমর্থনে সভা করেন সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রবীন দেব। তিনি বলেন, “যে স্বপ্ন দেখিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছিলো, সেটা যে ভাওতা তা এখন প্রমাণিত। তাই এবার যোগ্য জবাব দিতে হবে।’’ এ দিন বিকাশ ভট্টাচার্যের উপরে হামলার নিন্দাও করেন তিনি।

কাঁথি রথতলা থেকে কংগ্রেস প্রার্থী নবকুমার নন্দের সমর্থনে একটি মিছিল এ দিন কাঁথি শহর পরিক্রমা করে। এ দিনের মিছিলে নেতৃত্ব দেন জেলা কার্যকরী সভাপতি পার্থ বটব্যাল, প্রাক্তন বিধায়ক শৈলজা দাস, মহকুমা সভাপতি গঙ্গারাম মিশ্র। কাঁথি ক্যানেলপাড় থেকে এ দিন এসইউসি প্রার্থী শ্রাবণী পাহাড়ি সমর্থনে একটি মিছিল শহর পরিক্রমা করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE