Advertisement
১৯ এপ্রিল ২০২৪
সন্ধে নামলেই বাস উধাও

ভোগান্তি এড়াতে প্রশাসনের পদক্ষেপ দাবি

সন্ধে নামলেই অটো, ট্রেকার ধরে সকলেরই বাড়ি ফেরার তাড়া। কারণ আর বাস মিলবে না। ওই সব রুটে যাতায়াতকারী যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এমন অবস্থা চলছে। শুধু তাই নয়, আগে এক সময় বাস চলত এমন বেশ কিছু রুট বন্ধ দীর্ঘদিন।

রাতের বাস নেই। মেচেদা সেন্ট্রাল বাসস্ট্যান্ড। ছবি: পার্থপ্রতিম দাস

রাতের বাস নেই। মেচেদা সেন্ট্রাল বাসস্ট্যান্ড। ছবি: পার্থপ্রতিম দাস

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৮ ০০:৩১
Share: Save:

সন্ধে নামলেই অটো, ট্রেকার ধরে সকলেরই বাড়ি ফেরার তাড়া। কারণ আর বাস মিলবে না।

মেচেদা থেকে তমলুক শহর হয়ে হলদিয়া, মেচেদা থেকে পাঁশকুড়ার মেচগ্রাম, হলদিয়া থেকে মেচেদা, নন্দীগ্রাম থেকে মেচেদা এবং কাঁথি ও দিঘা থেকে মেচেদা রুটে সন্ধ্যার পর বাস কমে যাওয়ায় এমনই অবস্থা হয় যাত্রীদের। ওই সব রুটে যাতায়াতকারী যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এমন অবস্থা চলছে। শুধু তাই নয়, আগে এক সময় বাস চলত এমন বেশ কিছু রুট বন্ধ দীর্ঘদিন। তার ফলে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

সোমবার তাই পরিবহণ যাত্রী কমিটির তরফে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও পরিবহণ দফতর কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে সন্ধের পরে জেলার বিভিন্ন রুটে বাস চলাচল ফের শুরু করা, বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া বন্ধ করা, বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন বাসরুট ফের চালু-সহ যাত্রী পরিষেবায় নানা অব্যবস্থা দূর করার দাবি জানানো হয়েছে। কমিটির পূর্ব মেদিনীপুর জেলা শাখার নেতৃত্ব জেলা পরিবহণ আধিকারিক ও অতিরিক্ত জেলাশাসকের (সাধারণ) যাত্রীদের নানা সমস্যা তুলে ধরে সেগুলি সমাধানের দাবি জানান।

কমিটির অভিযোগ, হলদিয়া- মেচেদা জাতীয় ও রাজ্য সড়কের মতো ব্যস্ত-জনবহুল রুটেও সন্ধের পর বাস কমে যায়। রাত ৮ টার পর মেচেদা থেকে হলদিয়া যাতায়াতের বাস চলে নামমাত্র। ফলে কাজের সূত্রে কলকাতায় যাওয়া জেলার মানুষজনকে ট্রেনে মেচেদা স্টেশনে নেমে বাস না পেয়ে হয়রান হতে হচ্ছে। মেচেদা-মেচগ্রাম রুটে রাত সাড়ে ৮টা ও পাঁশকুড়া থেকে ঘাটাল রুটে রাত ১০ টার পর বাস না চলায় যাত্রীদের প্রচণ্ড অসুবিধায় পড়তে হচ্ছে।

কমিটির দাবি, মেচেদা থেকে তমলুক শহর হয়ে হলদিয়া রুটে রাত সাড়ে ১০টা পর্যন্ত, মেচেদা থেকে ৪১ নম্বর জাতীয় সড়কে হলদিয়া রুটে রাত ১০ টা ১৫ মিনিট পর্যন্ত এবং মেচেদা থেকে পাঁশকুড়ার মেচগ্রাম রুটে রাত সাড়ে ৯টা পর্যন্ত বাস চালাতে হবে। হলদিয়া-মেচেদা রুটে রাত ৯টা, নন্দীগ্রাম-মেচেদা রুটে রাত ৮ টা এবং কাঁথি ও দিঘা থেকে মেচেদা রুটে রাত ৯ টা পর্যন্ত বাস চালাতে হবে। পাশাপাশি পাঁশকুড়া বাসস্ট্যান্ড থেকে ঘাটাল রুটে রাত সাড়ে ১০টা পর্যন্ত বাস চালানোর দাবিও জানানো হয়েছে।

যাত্রী কমিটির আরও অভিযোগ, কোলাঘাট শহর থেকে যশাড় রুটে ও নন্দীগ্রাম বাজার থেকে তেরপেখ্যা ঘাট রুটের বাস চলাচল কয়েকবছর ধরেই বন্ধ। ফলে ওই সব এলাকার যাত্রীদের প্রতিদিন ট্রেকারে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে মহিলারা সবেচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। বন্ধ ওই রুটগুলি ফের চালু করার দাবি জানিয়েছে কমিটি। তা ছাড়া যাত্রী তোলা নিয়ে বাসগুলির রেষারেষি ও সময়সূচী না মেনে বাস চালানোর অভিযোগও করেছে কমিটি। কমিটির সহ-সম্পাদক নারায়ণ নায়েক বলেন, ‘‘জেলায় অধিকাংশ রুটে রাত ৮টার পর বাস চলাচল কমে যাওয়ায় হাজার হাজার দুর্ভোগের শিকার হচ্ছেন। এ নিয়ে জেলা প্রশাসন ও পরিবহণ দফতরের কাছে অভিযোগ জানালে সাময়িক কিছু ব্যবস্থা হয়। কিন্তু সমস্যার পুরোপুরি সুরাহা হয়নি। তাই জেলা প্রশাসন ও পরিবহণ দফতরের কাছে ফের দাবি জানানো হয়েছে।’’

জেলা পরিবহণ আধিকারিক সজল অধিকারী বলেন, ‘‘যাত্রী কমিটির দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। আগামী ৯ ফেব্রুয়ারি এ বিষয়ে জেলা পরিবহণ বোর্ডের বৈঠকে আলোচনা করে সমস্যা সমাধানে পদক্ষেপ করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bus Crisis Daily Passengers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE