Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ওয়ার্ড বাড়ছে দুই পুরসভায়

হলদিয়া ও পাঁশকুড়া পুরসভায় বাড়ছে ওয়ার্ড সংখ্যা। হলদিয়ায় ৩টি ও পাঁশকুড়ায় একটি ওয়ার্ড বাড়ছে। বর্তমানে হলদিয়া পুরসভায় ২৬টি ও পাঁশকুড়ায় ১৭টি ওয়ার্ড রয়েছে।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৫০
Share: Save:

হলদিয়া ও পাঁশকুড়া পুরসভায় বাড়ছে ওয়ার্ড সংখ্যা। হলদিয়ায় ৩টি ও পাঁশকুড়ায় একটি ওয়ার্ড বাড়ছে। বর্তমানে হলদিয়া পুরসভায় ২৬টি ও পাঁশকুড়ায় ১৭টি ওয়ার্ড রয়েছে। ওয়ার্ড সংখ্যা বাড়ার ফলে হলদিয়ায় মোট ওয়ার্ড হবে ২৯টি। পাঁশকুড়ায় ওয়ার্ড সংখ্যা বেড়ে হবে ১৮টি।

দুই পুরসভার নতুন ওয়ার্ড এলাকা বিন্যাস নিয়ে বৃহস্পতিবার বিকেলে জেলাশাসকের অফিসের সভা কক্ষে সর্বদলীয় বৈঠক করেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক। বৈঠকে হলদিয়ার পুরসভার নির্বাহী আধিকারিক, পাঁশকুড়ার পুরপ্রধান জাকিঊর রহমান খান, তমলুক ও হলদিয়ার মহকুমাশাসক ছাড়াও বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলাশাসক (ট্রেজারি) প্রশান্ত অধিকারী জানান, ২০১১ সালের জনসংখ্যার ভিত্তিতে হলদিয়া ও পাঁশকুড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি করার প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর। প্রস্তাবিত নতুন ওয়ার্ড এলাকার বিন্যাস নিয়ে রাজনৈতিক দলগুলির কাছে মতামত জানার জন্য এ দিন বৈঠক করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৯৯৭ সালে শিল্পাঞ্চল অধ্যুষিত হলদিয়ায় পুরসভা গঠন করা হয়। গত কয়েক বছরে হলদিয়া পুরসভা এলাকায় দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। পুর দফতরের নিয়মানুযায়ী গড়ে প্রতি ১০ বছর অন্তর জনসংখ্যা বৃদ্ধির নিরিখে পুরসভা এলাকার ওয়ার্ড সংখ্যা ও বিন্যাস করা হয়। হলদিয়া পুরসভা এলাকার জনসংখ্যার নিরিখে পুর দফতরের কাছে তিনটি ওয়ার্ড বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। এ বার সেই প্রস্তাব অনুমোদন হওয়ায় হলদিয়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ল। ২০০২ সালে গঠিত পাঁশকুড়া পুরসভাতেও প্রথম থেকেই ১৭ টি ওয়ার্ড ছিল। এ বার সেখানে একটি ওয়ার্ড বাড়ল। চলতি বছরে এই দু’টি পুরসভাতেই ভোট হওয়ার কথা। বর্তমানে এই দু’টি পুরসভাতেই তৃণমূল ক্ষমতায় রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ward Increase Tamluk Municipality
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE