Advertisement
২৫ এপ্রিল ২০২৪

তৃণমূল পুরপ্রধানের দুর্নীতি নিয়ে সরব দলের কর্মীরাই

এদিন পুরসভার অফিস খোলা হলেও কর্মীরা কাজে যোগ না দেওয়ায় বিভিন্ন দফতরের কাজ বন্ধ ছিল। পুরসভার অফিসে বিভিন্ন প্রয়োজনে আসা মানুষজন এর জেরে হয়রানির শিকার হন।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৯ ০১:৩৪
Share: Save:

কর্মী নিয়োগ ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনার জন্য উপহার কেনায় আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে পুরসভায় বৃহস্পতিবার থেকে কলম ধর্মঘট শুরু করলেন পুরকর্মীরা।

এদিন পুরসভার অফিস খোলা হলেও কর্মীরা কাজে যোগ না দেওয়ায় বিভিন্ন দফতরের কাজ বন্ধ ছিল। পুরসভার অফিসে বিভিন্ন প্রয়োজনে আসা মানুষজন এর জেরে হয়রানির শিকার হন। তৃণমূল পরিচালিত পুরসভায় পুরপ্রধানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে বিরোধী বামফ্রন্ট, কংগ্রেস ও বিজেপি প্রভাবিত কর্মী সংগঠনের পাশাপাশি তৃণমূল প্রভাবিত কর্মী সংগঠনের সমর্থক পুরকর্মীরাও এই ধর্মঘটে সামিল হওয়ায় রাজনৈতিক মহলে আলোড়ন পড়েছে।

এদিন পুরসভার প্রায় ২০০ জন কর্মী ধর্মঘটে সামিল হন। পুরসভা সূত্রে খবর, পুরসভায় ৯ জন স্থায়ী কর্মী নিয়োদের প্রক্রিয়া চলছে। কিন্তু ওই কর্মী নিয়োগে পুরপ্রধান সহ কয়েক জন কাউন্সিলরের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে বিরোধী দল বিজেপি গত মঙ্গলবার পুরসভার ভিতরে দেওয়ালে পোস্টার দেয়। এরপর শহরের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার জন্য উপহার সামগ্রী কেনা নিয়েও পুরপ্রধান বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলেন খোদ পুরকর্মীরা।

কর্মী নিয়োগ এবং উপহার সামগ্রী কেনায় আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে বুধবার পুরপ্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখান পুরসভার বামফ্রন্ট, কংগ্রেস, বিজেপি ও তৃণমূল কর্মী সংগঠনের সদস্য পুরকর্মীরা। তাঁরা যৌথভাবে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কলম ধর্মঘটের ন্ডাক দেন। এদিন সকাল ১০টা নাগাদ পুরসভার দফতর খোলার পর অধিকাংশ কর্মী হাজিরা দিলেও নিজের দফতরে কোনও কাজ করেননি বলে অভিযোগ। ফলে অচলাবস্থা তৈরি হয়। তবে পুরপ্রধান রবীন্দ্রনাথ সেন নিজের দফতরে কাজ করেন। কিন্তু কর বিভাগ, জল দফতর, জন্ম-মৃত্যুর শংসাপত্র দেওয়া প্রভৃতি গুরুত্বপূর্ণ দফতরের কাজ বন্ধ থাকায় হয়রান হতে হয় মানুষকে।

সমস্যার কথা স্বীকার করে পুরপ্রধান বলেন, ‘‘পুরসভার অফিসে কর্মীরা এদিন কোনও কাজ করেননি। ফলে মানুষের অসুবিধা হয়েছে। পুরসভার কর্মীদের এই ধর্মঘটের বিষয়ে পুরমন্ত্রী ও পুর দফতরের সচিবকে জানিয়েছি।’’

নতুন কর্মী নিয়োগ ও উপহার কেনায় তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে বিরোধীদের সঙ্গে তৃণমূলের কর্মী সংগঠন সামিল হল কেন?

পুরপ্রধান বলেন, ‘‘এ বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। পুরসভায় ৪০ বছর ধরে প্রতিনিধিত্ব করছি। কর্মীদের এভাবে জোট বেধে কাজ বন্ধ করতে দেখিনি।’’ তৃণমূল প্রভাবিত তাম্রলিপ্ত পৌর কর্মচারী ফেডারেশনের সম্পাদক মানব মিশ্রর বক্তব্য, ‘‘পুরসভার পুরনো অস্থায়ী কর্মীদের স্থায়ী না করে নতুন ৯ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। ওই নিয়োগও অস্বচ্ছভাবে হচ্ছে। এর প্রতিবাদ জানাতেই ধর্মঘট করছি।’’

তবে এ সবের মধ্যে আজ, শুক্রবার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনার অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানান পুরপ্রধান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE