Advertisement
১৯ এপ্রিল ২০২৪

চাঁদা আদায়ে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু

সড়কে গাড়ি আটকে সরস্বতী পুজোর চাঁদা আদায় করতে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম কিট্টু প্রামাণিক (২০)। বুধবার ভোররাতে তমলুক শহরের নিমতলার কাছে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। তমলুক শহরের ১৮ নম্বর ওয়ার্ডে দক্ষিণচড়া শঙ্করআড়া এলাকার বাসিন্দা কিট্টু পণ্যবাহী গাড়ি থেকে মালপত্র নামানোর কাজ করত।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৫ ০০:০৬
Share: Save:

সড়কে গাড়ি আটকে সরস্বতী পুজোর চাঁদা আদায় করতে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম কিট্টু প্রামাণিক (২০)। বুধবার ভোররাতে তমলুক শহরের নিমতলার কাছে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। তমলুক শহরের ১৮ নম্বর ওয়ার্ডে দক্ষিণচড়া শঙ্করআড়া এলাকার বাসিন্দা কিট্টু পণ্যবাহী গাড়ি থেকে মালপত্র নামানোর কাজ করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণচড়া শঙ্করআড়া এলাকার একটি ক্লাবের সরস্বতী পুজোর জন্য বুধবার ভোরে ওই এলাকার দশ-বারো জন যুবক বাড়ির কিছুটা দূরে তমলুকের নিমতলা মোড়ের কাছে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে যাতায়াতকারী বিভিন্ন গাড়ি আটকে চাঁদা আদায় করতে গিয়েছিল বলে অভিযোগ। পাড়ার ওই যুবকদের সঙ্গে ছিল কিট্টু। এ দিন ভোর ৫টা নাগাদ ওই সড়কের উপর দাঁড়িয়ে হলদিয়া থেকে মেচেদাগামী একটি লরি থামাতে গেলে ওই লরিটি কিট্টুকে ধাক্কা মেরে চলে যায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরেই ওই যুবকের সঙ্গে থাকা তাঁর সঙ্গীরা পালিয়ে যায়। এরপর স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পরিবারের লোক গিয়ে দেখেন ওই যুবকের মৃত্যু হয়েছে।

দক্ষিণচড়া শঙ্করআড়া এলাকায় এ দিন সকালে ওই যুবকের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির সামনে স্থানীয় বাসিন্দাদের জটলা। সেখানেই ছিলেন ওই যুবকের মা রীনা প্রামাণিক ও ভাই দেব প্রামাণিক। কিট্টুর বাবা বীতশোক প্রামাণিক পেশায় ঠিকাদারের সুপারভাইজার। ব্যবত্তারহাট হাইস্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ার পর পড়াশোনা ছেড়ে দিয়েছিল ওই যুবক। রীনাদেবীর অভিযোগ, “নিমতলার কাছে হলদিয়া-মেচেদা সড়কে গাড়ি আটকে চাঁদা আদায় করার জন্য ছেলেকে জোরাজুরি করেছিল ক্লাবের লোকেরা। সরস্বতী পুজোর জন্য চাঁদা আদায় করতে গিয়ে আমার ছেলেটা মরে গেল।”

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক বছর ধরেই সরস্বতী পুজোর জন্য ভোরবেলায় নিমতলা মোড়ের কাছে হলদিয়া-মেচেদা সড়ক গাড়ি আটকে চাঁদা আদায় চলছে। এ বছরও ওই ক্লাবের কর্মকর্তারা ছেলেদের নিয়ে ভোরবেলায় ওই সড়কে গাড়ি আটকে চাঁদা আদায় করতে গিয়েছিল। সেসময়ই এই দুর্ঘটনা ঘটেছে।

অন্য দিকে, বুধবার সন্ধ্যায় তমলুক-পাঁশকুড়া সড়কে গোগ্রাস বাজারের কাছে গাড়ির ধাক্কার মৃত্যু হয়েছে এক সাইকেলআরোহীর। জখম হয়েছেন তাঁর সঙ্গে সওয়ার এক যুবকও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কে গাড়ি থামিয়ে চাঁদা আদায় এড়াতেই একটি লরি ওভারটেক করে অন্য একটি গাড়িকে। সেই সময়ই সেই গাড়িটি সাইকেলটিকে ধাক্কা মারলে এ দিন দুর্ঘটনা ঘটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

road accident tamluk
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE