Advertisement
২৪ এপ্রিল ২০২৪

রক্তদান-নাচগানে বিবেক উৎসব

পদযাত্রা-আলোচনাসভার মাধ্যমে পালিত হল বিবেকানন্দের ১৫৩ তম জন্মদিবস। সোমবার সকালে জেলা যুব কল্যাণ দফতরের উদ্যোগে তমলুক শহরের সুবর্ণ জয়ন্তী সভাগৃহ প্রাঙ্গণ থেকে স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি শোভযাত্রা বের হয়ে প্রশাসনিক ভবনের সামনে আসে। সেখানে বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলাশাসক অন্তরা আচার্য।

বহুমুখে সম্মুখে। স্বামী বিবেকানন্দের সাজে পানিপারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। ছবি: কৌশিক মিশ্র।

বহুমুখে সম্মুখে। স্বামী বিবেকানন্দের সাজে পানিপারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। ছবি: কৌশিক মিশ্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৫ ০১:০৯
Share: Save:

পদযাত্রা-আলোচনাসভার মাধ্যমে পালিত হল বিবেকানন্দের ১৫৩ তম জন্মদিবস।

সোমবার সকালে জেলা যুব কল্যাণ দফতরের উদ্যোগে তমলুক শহরের সুবর্ণ জয়ন্তী সভাগৃহ প্রাঙ্গণ থেকে স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি শোভযাত্রা বের হয়ে প্রশাসনিক ভবনের সামনে আসে। সেখানে বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলাশাসক অন্তরা আচার্য। তমলুক রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে একটি শোভাযাত্রা তমলুক শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। পরে মিশন প্রাঙ্গণে বিবেকানন্দ বিষয়ক একটি আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চণ্ডীপুর রামকৃষ্ণ মিশন ও মুরাদপুর বিবেকানন্দ শিক্ষা মন্দিরের উদ্যোগেও পালিত হয় জন্মদিবস। ব্লক যুব কল্যাণ দফতরের উদ্যোগে তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক হাইস্কুল প্রাঙ্গণে বিবেকানন্দের জীবনী নিয়ে চিত্র-প্রদর্শনী, আলোচনা সভা, অঙ্কন, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাঁথি ক্লাব প্রাঙ্গণে বিবেকানন্দ জন্ম সার্ধশতবর্ষ উদ্যাপন কমিটির উদ্যোগে মঙ্গলারতি, প্রদীপ প্রজ্জ্বলন ও স্তোত্রপাঠের মধ্য দিয়ে জন্মদিবস পালিত হয়। পরে টাউন হলে বিবেকানন্দকে নিয়ে এক আলোচনাসভায় বক্তৃতা দেন বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস হোমের স্বামী তদবোধানন্দ। সভায় উপস্থিত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সামনে বর্তমান দিনে স্বামী বিবেকানন্দের প্রাসঙ্গিকতা ও ছাত্রছাত্রীদের কর্তব্য নিয়ে আলোচনা হয়। কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনে আয়োজিত ছাত্র-যুব সন্মেলনে উপস্থিত ছিলেন কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী অক্ষতানন্দ ও স্বামী তদবোধানন্দ। নিউ দিঘা প্লট হোল্ডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও বিবেকানন্দ বিষয়ক একটি প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিবেকানন্দ সেবায়ন ও ঘাটাল পুরসভার উদ্যোগে ঘাটাল শহরের আড়গোড়ায় শোভাযাত্রা শহর পরিক্রমা করে। ঝাড়গ্রাম পুরসভার উদ্যোগে এবং রাজ্য যুব কল্যাণ দফতরের সহযোগিতায় এ দিন সকালে ‘বিবেক-চেতনা’ উৎসব উপলক্ষে অরণ্যশহরে পদযাত্রার আয়োজন করা হয়। ঝাড়গ্রাম রামকৃষ্ণ কথামৃত পাঠচক্র-র উদ্যোগেও প্রভাত ফেরি হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

vivek yuva utsav swami vivekananda blood donation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE