Advertisement
১৯ এপ্রিল ২০২৪
প্রতাপপুর

লরির ধাক্কায় যুবকের মৃত্যু, অবরোধ-বিক্ষোভ

লরির ধাক্কায় সাইকেল আরোহী এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল পাঁশকুড়া থানার প্রতাপপুর এলাকায়। মৃতের নাম সফিউল ইসলাম (২৮)। সোমবার সকাল পৌনে ৮টা নাগাদ প্রতাপপুরের কাছে তমলুক-পাঁশকুড়া রাজ্য সড়কে তমলুকগামী একটি বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয় সফিউলের।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৫ ০০:১০
Share: Save:

লরির ধাক্কায় সাইকেল আরোহী এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল পাঁশকুড়া থানার প্রতাপপুর এলাকায়। মৃতের নাম সফিউল ইসলাম (২৮)। সোমবার সকাল পৌনে ৮টা নাগাদ প্রতাপপুরের কাছে তমলুক-পাঁশকুড়া রাজ্য সড়কে তমলুকগামী একটি বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয় সফিউলের। মৃতের বাড়ি প্রতাপপুর-২ গ্রাম পঞ্চায়েত এলাকার আমড়াগোয়াল গ্রামে। দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা লরিটিকে আটকে করে রাস্তার উপর যুবকের মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ অভিযুক্ত লরিচালকের কড়া শাস্তির আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে পাঁশকুড়া থানার সাব-ইনস্পেক্টর-সহ তিন পুলিশ কর্মী প্রথমে ঘটনাস্থলে যুবকের মৃতদেহ উদ্ধার করতে আসেন। অভিযোগ, বিক্ষোভকারীরা সেই সময় দেহ তুলে নিয়ে যেতে বাধা দেয়। পুলিশ কর্মীদের হেনস্থা করা হয় বলেও অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে ওই লরির চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে মৃতদেহ উদ্ধার করেন। পুলিশ চলে যাওয়ার পর ঘটনাস্থলের কাছে পাঁশকুড়া-তমলুক সড়ক অবরোধ করে লরি যাতায়াত বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা। দু’টি লরিতে বাঙচুরও চালায় অবরোধকারীরা। যদিও এ দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় অবরোধকারীরা বাস ও ট্যাক্সিকে ছাড় দেওয়া হয়। পরে সকাল ১০টা নাগাদ অবরোধ উঠে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সফিউল মুম্বইতে জরির কারিগরের কাজ করে। কয়েকমাস আগে তাঁর বিয়ে হয়। কয়েকদিন আগে সে পাঁশকুড়ায় আসে। রবিবার বিকেলে কোলাঘাটের নন্দাইগাজন গ্রামে দিদির বাড়ি গিয়েছিলেন তিনি। এ দিন সাইকেলে করে পাঁশকুড়া-তমলুক রাজ্য সড়ক ধরে বাড়ি ফিরছিলেন সফিউল। প্রতাপপুর দরবার শরিফের কাছে পাঁশকুড়া থেকে তমলুকগামী একটি বালি বোঝাই লরি পিছন দিক থেকে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়েন ওই যুবক। দুর্ঘটনার পরই পালায় লরির চালক ও খালাসি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। উত্তেজিত স্থানীয়রা ঘাতক লরিতে ভাঙচুর শুরু করেন।

অবরোধকারী স্থানীয় বাসিন্দা শেখ শহিদুল ইসলাম, মহবুর নায়েকের অভিযোগ, “হাওড়া-খড়্গপুর ৬ নম্বর ও হলদিয়া থেকে মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে টোল ট্যাক্স দেওয়া এড়াতে অতিরিক্ত মালবাহী ভারী লরি পাঁশকুড়া পুরাতন বাজার থেকে তমলুকগামী রাজ্য সড়ক ধরে যাতায়াত করে। পুলিশ লরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে টাকা নিয়ে ছেড়ে দেয়। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

lorry accident safiul islam tamluk
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE