বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সাতসকালে মাসাংডিহির জঙ্গলের দিক থেকে নেকড়েটি প্রথমে ঢুকে পড়েছিল শিমূলডাঙা গ্রামে। সকাল ছ’টা নাগাদ ঘরের উঠোন নিকোচ্ছিলেন তরুণী মালিনী মাহাতো। তাঁর মুখমণ্ডল ও ঘাড় কামড়ে ক্ষতবিক্ষত করে দেয় নেকড়েটি।
নিজস্ব সংবাদদাতা
১৫ ফেব্রুয়ারি, ২০১৯