নিজস্ব সংবাদদাতা
খড়্গপুরে ফেরার খবর পেয়েই শনিবার প্রেমচাঁদের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান প্রদীপ। ঘণ্টা খানেক সময় কাটান সবার সঙ্গে। প্রেমচাঁদের সুস্থতা কামনা করেন প্রদীপ।
নিজস্ব সংবাদদাতা
শনিবার সকালে খড়গপুর লোকাল থানার অন্তর্গত ৬০ নম্বর জাতীয় সড়কের রূপনারায়ণপুর এলাকায় এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়।
নিজস্ব প্রতিবেদন
টিকাকরণের সূচনার জন্য পশ্চিম মেদিনীপুরের ১৩টি ‘সেশন সাইট’ নির্দিষ্ট হয়েছে। অর্থাৎ, শনিবার এই ১৩টি কেন্দ্রে টিকাকরণের সূচনা হবে।
নিজস্ব সংবাদদাতা
চন্দ্রকোনা-১ ও ২ ব্লকের তৃণমূলের কয়েক হাজার কর্মী-সমর্থক এবং সিপিএমের পুরনো বেশ কিছু নেতাও আজ বিজেপিতে যোগ দেবেন বলে গেরুয়া শিবিরের দাবি।
নিজস্ব সংবাদদাতা
নির্বাচন কমিশন জানিয়েছে, এ বার বিধানসভা ভোটে বুথপিছু ভোটার সংখ্যা সর্বোচ্চ ১,০৫০ থাকতে পারে। এর বেশি নয়।
নিজস্ব সংবাদদাতা
পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ছাড়াও ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং অসম-সহ গোটা ছোটনাগপুরের কুড়মি সম্প্রদায়ের মানুষ এই রীতি পালন করেন।
নিজস্ব সংবাদদাতা
২ বাইক আরোহী রাস্তার এক দিক থেকে অন্য দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় ঘাটাল থেকে চন্দ্রকোনাগামী একটি বাস চলে আসে। ধাক্কা খেয়ে তাঁরা বাসের তলায় চলে যান।
নিজস্ব সংবাদদাতা
অপরাধীদের বিরুদ্ধে় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
নিজস্ব সংবাদদাতা
তবে শ্যামল তৃণমূল ছাড়ছেন কি না, সে ব্যাপারে এখনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি।
নিজস্ব সংবাদদাতা
করোনার জেরে ভিন রাজ্য থেকে প্রতিটি জেলায় বাড়ি ফিরে এসেছেন প্রচুর মানুষ। তাঁদের অনেকে আস্তে আস্তে কাজের জায়গায় ফিরেও গিয়েছেন। অনেকেই আবার বাড়িতেই রয়ে গিয়েছেন।
নিজস্ব সংবাদদাতা
পাঁচটি জেলার সাড়ে সাতশোরও বেশি লোকসংস্কৃতি দলের প্রায় আট হাজার লোকশিল্পী যোগ দেবেন। জঙ্গলমহল ও কলকাতার প্রখ্যাত লোকশিল্পীদের অনুষ্ঠানও থাকবে।
নিজস্ব প্রতিবেদন
সংক্রমণ আটকাতে বন্ধ রাখা হয়েছে ঐতিহ্যবাহী মেলা। কিন্তু ভিড় ঠেকানো যায়নি মকর সংক্রান্তিতে।
নিজস্ব সংবাদদাতা
দলীয় সূত্রের খবর, গত কয়েক বছরে নিজের জেলায় রাজনৈতিক পথ সুগম ছিল না সৌমেনের। দাবি, কাঁথির অধিকারের পরিবারের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়।
নিজস্ব সংবাদদাতা
শামিয়ানার উপর একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়তে উন্মুখ দু’টি বুলবুল। আশপাশের ভিড় থেকে উঠছে তালি, হুঙ্কার।
নিজস্ব সংবাদদাতা
মকর সংক্রান্তিতে স্নানে মেতেছেন জঙ্গলমহলের ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার মানুষেরা।
আনন্দ মণ্ডল
শাসকদল তৃণমূলের একাংশের আশঙ্কা, এমন পোড় খাওয়া রাজনীতিককে এভাবে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জেলায় ব্যুমেরাং হবে না তো দলের কাছে!
নিজস্ব সংবাদদাতা
আগামী ১৮ জানুয়ারি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের তেখালিতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল নেত্রীর এটি প্রথম কর্মসূচি।
নিজস্ব সংবাদদাতা
৮ জানুয়ারি রাতে হাতি তাড়াতে গিয়ে হুলার আগুনে পুড়ে জখম হয় একাদশ শ্রেণির তুহিন মাহাতো (১৭)। মঙ্গলবার রাতে মেদিনীপুর মেডিক্যালে মৃত্যু হয় তার।
নিজস্ব সংবাদদাতা
বুধবার রাত থেকে টুসু পুজো দিয়ে শুরু হয়েছে মূলবাসীদের প্রধান উৎসব মকর।
নিজস্ব সংবাদদাতা
কলেজের অধ্যক্ষাকেও কিছুক্ষণ ঘেরাও করে রাখা হয়।
নিজস্ব সংবাদদাতা
গ্রাম জুড়ে রাতভর হাতির তাণ্ডব। সেই হাতির হানায় মৃত্যু হল এক মহিলার।
নিজস্ব সংবাদদাতা
পুরপ্রশাসক রবীন্দ্রনাথকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হয়েছে বিদায়ী পুরসভার উপপুরপ্রধান দীপেন্দ্রনারায়ণ রায়কে।
নিজস্ব সংবাদদাতা
হলদিয়ায় শ্রমিকদের বিক্ষোভ যেমন থামছে না, তেমনই তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটি নিয়েও মিটছে না জলঘোলা।
নিজস্ব সংবাদদাতা
এ দিন দু’দলই নিজ নিজ দলের যুব সংগঠনের ব্যানারে কর্মসূচি করেছে।
নিজস্ব সংবাদদাতা
সভার মূল দায়িত্বে থাকা চন্দ্রকোনা দক্ষিণ মণ্ডলের সভাপতি রাজীব পাল জানান, শুভেন্দুর সভাটি চন্দ্রকোনা জিরাট হাইস্কুলের মাঠে সভা করার কথা ঠিক হয়।
নিজস্ব সংবাদদাতা
হাতির আক্রমণে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার বাসিন্দারা। ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি ফসলের ক্ষতি করছে দলমা থেকে আসা হাতির দল।
নিজস্ব সংবাদদাতা
সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ওই ধর্না সমাবেশের ডাক দিয়েছিল ‘জমির রায়ত স্বত্ব পুনরুদ্ধার কমিটি’।
বরুণ দে
একাংশ হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ, ‘স্বাস্থ্যসাথী’র কার্ডে চিকিৎসা না করে রোগীকে ফেরানো হচ্ছে।
গোপাল পাত্র
নান্টুর বাবা চাঁদহরি প্রধান অবশ্য সোমবার ওই নিয়োগ দুর্নীতিতে সরাসরি আঙুল তুলছেন রাজ্যে এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর দিকে।
নিজস্ব সংবাদদাতা
আবার অজয় পাঁশকুড়া থানার দায়িত্ব নতুন করে বুঝে নেওয়ার ঘন্টাখানেক পরেই জেলা পুলিশের তরফে সামনে এল নয়া নির্দেশিকা।
নিজস্ব সংবাদদাতা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বেলদা থেকে ওড়িশার দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন ওই যুবক। পিছন থেকে একটি বড় গাড়ি তাঁকে ধাক্কা মারে।
নিজস্ব সংবাদদাতা
অন্যদিকে ওই দেহ মহিলার বাড়িতে পৌঁছনোর পরেই বিজেপি-র নেতারা হাজির হন সেখানে। দোষীদের গ্রেফতারের দাবিতে থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করেন প্রাক্তন পুলিশকর্তা তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ।
নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন, খাস জমির মালিকাধীন ব্যক্তিদের পাট্টা দেওয়া হবে।
নিজস্ব সংবাদদাতা
বিজেপি-র স্থানীয় নেতৃত্বের দাবি, শনিবার বিকেল ৪টে নাগাদ টেঙ্গুয়ায় শুভেন্দু সহায়তা কেন্দ্রে হামলা চালায় উন্মত্ত জনতা। তাঁরা সকলেই ‘তৃণমূলের লোক’ বলে বিজেপি-র অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা
ছেলের এই প্রতিভায় উচ্ছ্বসিত তার পরিবার। এলাকাবাসীও গর্বিত অগ্নিভকে নিয়ে।
কিংশুক গুপ্ত
কেন ঠেকাতে পারা গেল না শুভেন্দুকে? দলের শীর্ষ নেতৃত্বের তরফে এ বার সেই প্রশ্নের মুখেই পড়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো।
নিজস্ব সংবাদদাতা
কোন্দল রুখতে দলীয় নেতৃত্ব হাজারো চেষ্টা করলেও রবিবার শহিদ মাতঙ্গিনী ব্লকে মুছে ফেলা যায়নি গোষ্ঠীদ্বন্দ্বের ছবি।
নিজস্ব সংবাদদাতা
মহিষাদল ব্লক প্রশাসন সূত্রে খবর, অলকের চিকিৎসার জন্য অর্থের প্রয়োজনের বিষয়টি জানতে পেরেই দ্রুত পদক্ষেপ করা হয়েছে।