Advertisement
২৩ এপ্রিল ২০২৪

আধার কার্ড তৈরি, শ্রীঘরে তিন পড়ুয়া

বেলডাঙার মির্জাপুরের মতো পোস্টার দিয়ে প্রচার চলছিল না ঠিকই। তবে বাজারে বসেই দিব্যি চলছিল বেআইনি ভাবে আধার কার্ড তৈরির কাজ। এমনই অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ শেখপাড়া বাজারে হানা দিয়ে গ্রেফতার করল তিন যুবককে।

নিজস্ব সংবাদদাতা
ডোমকল শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৬ ০১:৩৪
Share: Save:

বেলডাঙার মির্জাপুরের মতো পোস্টার দিয়ে প্রচার চলছিল না ঠিকই। তবে বাজারে বসেই দিব্যি চলছিল বেআইনি ভাবে আধার কার্ড তৈরির কাজ।

এমনই অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ শেখপাড়া বাজারে হানা দিয়ে গ্রেফতার করল তিন যুবককে। ধৃত মনিরুল ইসলাম, মুঞ্জারুল ইসলাম ও আবদুল্লা শেখের বাড়ি রানিনগর থানার শেখপাড়া এলাকা।

পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত মনিরুলকে চার দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাকি দু’জকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন লালবাগ মহকুমা আদালতের বিচারক।

পুলিশ সূত্রে খবর, মনিরুল ও মুঞ্জারুল এমএ-র পড়ুয়া এবং আব্দুল্লা কলেজে পড়ে। শেখপাড়া বাজারে একটি ঘর ভাড়া নিয়ে ১৫০ টাকার বিনিময়ে তারা অবৈধ ভাবে আধারকার্ড তৈরি করে দিত বলে অভিযোগ। তাদের ঘর থেকে পুলিশ একটি ল্যাপটপ, ডেস্কটপ, স্ক্যানার, প্রিন্টার ছাড়াও ক্যামেরা ও ফিঙ্গার প্রিন্ট যন্ত্র আটক করেছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, একটা সময় একটি বেসরকারি সংস্থার হয়ে আধার কার্ড তৈরির কাজ করত শেখপাড়া এলাকার মনিরুল ইসলাম।

পুলিশের অনুমান সেখান থেকে সফ্‌টওয়্যার হাতিয়ে গোপনে ওই কাজ করত ওই তিন পড়ুয়া। মনিরুলকতে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সন্ধান চালানো হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

students arrested aadhaar card
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE