Advertisement
১৯ এপ্রিল ২০২৪

উল্টে গেল যাত্রীবাহী বাস, জখম ৩০ জন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কোতোয়ালি থানার ইটলের কাছে ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। নিজস্ব চিত্র

কোতোয়ালি থানার ইটলের কাছে ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৯ ০৪:৩৩
Share: Save:

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেল যাত্রীবোঝাই বেসরকারি বাস। কোতোয়ালি থানার ইটলের কাছে ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসার পরে ১৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে দু’জন শিশুও রয়েছে।

এই ঘটনায় রাত পর্যন্ত কেউ মারা যায়নি বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর থেকে রানাঘাটগামী ওই বাসটি পথে যাত্রী তুলতে গিয়ে দেরি করে ফেলে। সেই কারণেই ৩৪ নন্বর জাতীয় সড়কে ওঠার পরে চালক বাসটি জোরে চালাতে থাকে। পথে ইটলের কাছে বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নিচু এলাকায় উল্টে যায়। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে যায় পুলিশ।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের বিছানায় শুয়ে এক আহত সুপ্রিয়া দাস বলেন, “কৃষ্ণনগরের পর থেকেই বাসটা খুব জোরে চলছিল। দু’একজন যাত্রী বারণও করেছিল। কিন্তু শোনেনি।” দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এলাকার বাসিন্দা সাধন মণ্ডল। তিনি বলেন, “বাসটা নিজের মতোই আসছিল। তবে একটু জোরে। হঠাৎ দেখি টাল খেয়ে রাস্তার উপরে উল্টে গেল।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Krishnanagar Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE