Advertisement
১৯ এপ্রিল ২০২৪

চাকদহে গাড়ি উল্টে মৃত ছয়

ম্যাটাডোর উল্টে মৃত্যু হল ছ’জনের। মঙ্গলবার সন্ধ্যায় চাকদহের কুগাছিতে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। মৃতেরা সকলেই হরিণঘাটার নগরউখড়া বারাসতের বাসিন্দা। জখম হয়েছেন তিন জন। ম্যাটাডোরের চালক পলাতক।

নিজস্ব সংবাদদাতা
কল্যাণী শেষ আপডেট: ০১ মার্চ ২০১৭ ০১:০২
Share: Save:

ম্যাটাডোর উল্টে মৃত্যু হল ছ’জনের। মঙ্গলবার সন্ধ্যায় চাকদহের কুগাছিতে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। মৃতেরা সকলেই হরিণঘাটার নগরউখড়া বারাসতের বাসিন্দা। জখম হয়েছেন তিন জন। ম্যাটাডোরের চালক পলাতক।

পুলিশ জানিয়েছে মৃতেরা হলেন, কুতুব উদ্দিন মিঞা (৩৭), জলিল মিঞা (৩৫), হারাণ মিঞা (৪০), মহিরুদ্দিন মিঞা (৪৫), খোকন মিঞা (২৮) এবং আনোয়ার হোসেন মিঞা (৩২)।

জখম হয়েছেন আনার মিঞা, আলম মিঞা এবং কালো মিঞা। প্রাথমিক চিকিৎসার পরে আনারকে ছেড়ে দেওয়া হয়। বাকিরা কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, হরিণঘাটার সব্জি ব্যবসায়ীরা পলাশি থেকে কুমড়ো কিনে আনেন। মৃতেরা ওই ম্যাটাডোরে মজুরের কাজ করতেন।

এ দিন সন্ধ্যায় ম্যাটাডোরে করে ফিরছিলেন সকলে। আলম মিঞা জানান, ম্যাটাডোরটি বেশ গতিতেই ছুটছিল। কুগাছি মোড়ে উল্টো দিক থেকে আসা একটি লরিকে জায়গা দিতে গিয়ে রাস্তার একেবারে ধারে চলে যায় ম্যাটাডোরটি। নিয়ন্ত্রন রাখতে পারেননি চালক। উল্টে রাস্তার ধারে একটি খালে পড়ে যায় ম্যাটাডোর। গাড়ি চাপা পড়েন সকলেই।

স্থানীয় বাসিন্দারা এসে উদ্ধার কাজ শুরু করেন। পুলিশ জানিয়েছে, রাস্তা অনেক উঁচু হওয়ার ফলে ফুটপাথের সঙ্গে দূরত্ব বেড়েছে। ফলে ম্যাটাডোরটি রাস্তার ধারে গিয়ে আর নিয়ন্ত্রন রাখতে পারেনি।

পুলিশ জানিয়েছে, গাড়ি চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ’জনের। বাকিদের চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ম্যাটাডোরের চালক পালিয়ে যায়। ওই রাস্তা দিয়েই ফিরছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা হরিণঘাটা ব্লক তৃণমূলের সভাপতি চঞ্চল দেবনাথ। তিনিই মৃতদের পরিচয় উদ্ধারে তিনি পুলিশকে সাহায্য করেন। তাঁদের বাড়িতেও খবর দেন চঞ্চলবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident Chakdaha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE