Advertisement
১৭ এপ্রিল ২০২৪

ফিরলেন উপাচার্য, জট বহাল

কয়েক দিনের অসুস্থতার পর্ব কাটিয়ে বুধবার কর্মস্থলে ফিরলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধরণীধর পাত্র। কিন্তু জট কাটল না। কিছুক্ষণ অফিস করার পরে শারীরিক অস্বস্তির কথা জানিয়ে তিনি বাংলোয় ফিরে গেলেন।

নিজস্ব সংবাদদাতা
হরিণঘাটা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ ০১:৪০
Share: Save:

কয়েক দিনের অসুস্থতার পর্ব কাটিয়ে বুধবার কর্মস্থলে ফিরলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধরণীধর পাত্র। কিন্তু জট কাটল না। কিছুক্ষণ অফিস করার পরে শারীরিক অস্বস্তির কথা জানিয়ে তিনি বাংলোয় ফিরে গেলেন।

শিক্ষক দিবস থেকে যে অশান্তির সূচনা হয়েছে বিসিকেভি-তে, বিশেষ করে গত ১২ সেপ্টেম্বর রাতে জনা পঞ্চাশ বহিরাগত দুষ্কৃতী ক্যাম্পাসে ঢুকে হামলা চালানোর পরে যে অচলাবস্থা তৈরি হয়েছে, এখনও তার জের চলছে। উপাচার্য হস্টেল খালি করার নির্দেশ দেওয়ায় গত শনিবার অধিকাংশ ছাত্রছাত্রী বাড়ি চলে যান। মন্ত্রীর পরামর্শে রেজিস্ট্রার সেই নির্দেশ ফিরিয়ে নিলেও তাঁদের অনেকেই এখনও ফেরেননি। ফলে বেশির ভাগ ক্লাসই এখনও শুরু হয়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এ দিন বিভিন্ন অনুষদের ডিন ও অধিকর্তাদের নিয়ে বৈঠক করার কথা ছিল উপাচার্যের। তবে শেষমেশ সেই বৈঠক আর হয়নি। এক পদস্থ কর্তা জানান, শিক্ষক দিবসে গোলমালের সময়ে বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢোকা এবং ১২ তারিখ বহিরাগতদের হামলা নিয়ে ছাত্রছাত্রী, এমনকি শিক্ষকদেরও একাংশ ক্ষিপ্ত হয়ে আছেন। পরিস্থিতি যথেষ্টই থমথমে। ছাত্রেরা বারবার অভিযোগ করছেন, হরিণঘাটা শহর তৃণমূল নেতা রাকেশ পাড়ুইয়ের নেতৃত্বে ক্যাম্পাসে ঢুকে বহিরাগতেরা হামলা চালিয়েছিল। কিন্তু এখনও বিশ্ববিদ্যালয়ের তরফে রাকেশের নাম করে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। মাঝে এতগুলো দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতারও করতে পারেনি। ফলে ছাত্রছাত্রীদের অনেকেই ষথেষ্ট ক্ষুব্ধ।

বিসিকেভি-র আন্দোলনকারীদের তরফে মৃত্যুঞ্জয় সাটিয়ার বলেন, ‘‘উপাচার্য স্যর অসুস্থ হয়েছিলেন বলে শুনেছিলাম। কিন্তু আমাদের দাবি পূরণের জন্য আন্দোলন চলবে। এখনও বহু ছাত্রছাত্রীই বাড়ি থেকে ফেরেননি। তাঁরা ফিরলে সকলের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE