Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পাঁচ লক্ষের চেক সুদীপের বাবার হাতে

শুক্রবার পলাশিপাড়ার হাঁসপুকুরিয়া গ্রামে সুদীপের বাবা সন্ন্যাসী বিশ্বাসের হাতে এই চেক তুলে দেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। উপস্থিত ছিলেন মন্ত্রী রত্না ঘোষ কর, খাদি পর্ষদের চেয়ারম্যান গৌরীশঙ্কর দত্ত, জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু, পলাশিপাড়ার বিধায়ক তাপস সাহা, জেলাশাসক সুমিত গুপ্ত ও পুলিশ সুপার রূপেশ কুমার। 

 শ্রদ্ধা: নিহত জওয়ান সুদীপ বিশ্বাসের বাড়িতে মন্ত্রী রত্না ঘোষ। নিজস্ব চিত্র

শ্রদ্ধা: নিহত জওয়ান সুদীপ বিশ্বাসের বাড়িতে মন্ত্রী রত্না ঘোষ। নিজস্ব চিত্র

কল্লোল প্রামাণিক
তেহট্ট শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৩২
Share: Save:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো রাজ্য সরকারের দেওয়া পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত সিআরপি জওয়ান সুদীপ বিশ্বাসের পরিবারের হাতে।

শুক্রবার পলাশিপাড়ার হাঁসপুকুরিয়া গ্রামে সুদীপের বাবা সন্ন্যাসী বিশ্বাসের হাতে এই চেক তুলে দেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। উপস্থিত ছিলেন মন্ত্রী রত্না ঘোষ কর, খাদি পর্ষদের চেয়ারম্যান গৌরীশঙ্কর দত্ত, জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু, পলাশিপাড়ার বিধায়ক তাপস সাহা, জেলাশাসক সুমিত গুপ্ত ও পুলিশ সুপার রূপেশ কুমার।

এ দিন সকাল এগারোটা নাগাদ তাঁরা সুদীপের বাড়িতে পৌঁছোন। প্রথমে বাড়ির উঠোনে রাখা সুদীপের ছবিতে মাল্যদান করা হয়। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানান, পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত রাজ্যের দুই জওয়ানের পরিবারকে অর্থসাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

বুধবার নবান্নে সেই ঘোষণা মতো এই চেক সুদীপের বাবাকে দেওয়া হল। এ ছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকে পরিবারের এক জনকে চাকরি দেওয়া হবে। সুদীপের বোন বা ভগ্নীপতি— যিনি এই চাকরিতে যোগ দিতে ইচ্ছুক, তাঁর সমস্ত কাগজপত্র স্থানীয় তেহট্ট ২-এর বিডিও শুভ সিংহ রায় জমা নেবেন।

রিক্তা কুণ্ডু বলেন, “সুদীপ বিশ্বাসের নামে একটি তোরণ তৈরি করা হবে ও পরিবারের ইচ্ছেমতো একটি রাস্তার নামকরণ করা হবে সুদীপের নামে।” গৌরীশঙ্কর দত্ত ঘোষণা করেন যে, সুদীপের বোন যদি হাতের কাজ করেন তবে খাদি দফতর থেকে দশ লক্ষ টাকার একটি প্রোজেক্ট এই গ্রামে দেওয়া হবে। যেখানে সুদীপের বোন সহ গ্রামের অনেক মহিলা কাজ করতে পারবেন। রাজ্য সরকারের এই ঘোষণায় জওয়ানের পরিবারের পাশাপাশি খুশি হয়েছেন গ্রামবাসীরাও।

এ দিনও সুদীপের বাড়িতে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের ভিড় ছিল। সুদীপের ভগ্নীপতি সমাপ্ত বিশ্বাসের কথায়, “এই ঘোষণায় আমরা খুশি। মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস ছিল। অনেকে অনেক কথা বলেছে। তবে দেরিতে হলেও মুখ্যমন্ত্রী যে আমাদের কথা ভেবেছেন, তাঁর জন্য ওঁকে ধন্যবাদ জানাচ্ছি।”

সুদীপের বাবা সন্ন্যাসী বিশ্বাস বলেন, “ছেলেই ছিল বাড়ির একমাত্র রোজগেরে। সে চলে যাওয়ায় আমরা অথৈ জলে পড়েছি। ছেলেকে আমরা আর ফেরত পাব না। তবে সরকারের দেওয়া আর্থিক সাহায্য পরিবারের কাজে লাগবে।”

গ্রামবাসী বরুণ সিনহা জানান, মুখ্যমন্ত্রীর ঘোষণার সঙ্গে সঙ্গে সুদীপের পরিবারকে চেক দেওয়ায় গ্রামের সকলেই খুশি। এ দিন রাজ্য সরকারের চেক দেওয়ার পরে পুরুলিয়ার চকবাজার শক্তিসঙ্ঘের সাত সদস্যের একটি দল সুদীপের বাড়ি আসে। তাঁরা সুদীপের ছবিতে শ্রদ্ধাজ্ঞাপনের পর তাঁর মায়ের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE