Advertisement
১৮ এপ্রিল ২০২৪

রামনবমীতে সতর্ক থাকুন: পার্থ

শনিবার নদিয়ায় আলাইপুরে কর্মী সম্মেলনে এসে এক বারও মুকুল রায়ের নাম করেননি, তবে তৃণমূলের মহাসচিব জানিয়ে গেলেন,  “অনেকে বলছেন বিজেপি, বিজেপি। আমি বলি পদ্ম ফুল ফোটানো তো দূরের কথা, পুকুরে তারা একটা শ্যাওলাও ফোটাতে পারবে না।’’

নিজস্ব সংবাদদাতা
রানাঘাট শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৮ ০৩:০২
Share: Save:

পুরনো সহকর্মীকে চেনা বাণেই বিঁধলেন পার্থ চট্টোপাধ্যায়।

শনিবার নদিয়ায় আলাইপুরে কর্মী সম্মেলনে এসে এক বারও মুকুল রায়ের নাম করেননি, তবে তৃণমূলের মহাসচিব জানিয়ে গেলেন, “অনেকে বলছেন বিজেপি, বিজেপি। আমি বলি পদ্ম ফুল ফোটানো তো দূরের কথা, পুকুরে তারা একটা শ্যাওলাও ফোটাতে পারবে না।’’ মুকুলের টিপ্পনীর সূত্র ধরে বলছেন, ‘‘এক জন বলছেন, আমি ভাল রেফারি। বড় দলের হয়ে খেলেছি। কিন্তু সবই তো ফাউল করছেন। গোল করতে পারছে না। কোন দিকে গোল করবেন, তা বুঝতে পারছেন না।’’

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের গুরুত্ব বুঝিয়ে দলের নেতা কর্মীদের সতর্ক করার পাশাপাশি মনে করিয়ে দিচ্ছেন, ‘‘নির্বাচনে জেতার পরে অনেকে দলের সঙ্গে দূরত্ব বজায় রাখেন। মানুষের থেকে দূরত্ব বজায় রাখেন। এটা করা যাবে না। এমন কিছু করা যাবে না, যাতে দল কালিমালিপ্ত হয়।’’

সেই সঙ্গে দলীয় কোন্দলও যাতে নির্বাচনে কালি না লেপে দেয়, সতর্ক করছেন সে ব্যাপারেও। এ দিন রামনবমী নিয়েও সতর্ক করে দিয়েছেন তিনি। বলছেন, “সরকার তৎপর আছে। আইন ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ram Navami Partha Chatterjee Mukul Roy TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE