Advertisement
২০ এপ্রিল ২০২৪

‘লাইসেন্সটা দেখি’, শুনেই বাইকে আগুন দিল চালক

জেলা জুড়ে চলছে পথ নিরাপত্তা সপ্তাহ। হেলমেটহীন মোটরবাইক আরোহী থেকে অনিয়ন্ত্রিত গতিতে চালানো গাড়ি, ট্রাফিক আইন ভাঙা থেকে গাড়ির কাগজপত্র ঠিকঠাক আছে কিনা— সড়ক থেকে গ্রামীণ রাস্তা, পুলিশি তৎপরতার বিরাম নেই। সেই ব্যস্ততার মধ্যেই সোমবার সালারের ক্যানাল পাড়ের এর বাইক আরোহীকে থামাতেই অপ্রস্তুতে পড়ে গেল পুলিশ।

জ্বলছে মোটরবাইক: নিজস্ব চিত্র

জ্বলছে মোটরবাইক: নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
সালার শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৮ ০১:২০
Share: Save:

জেলা জুড়ে চলছে পথ নিরাপত্তা সপ্তাহ। হেলমেটহীন মোটরবাইক আরোহী থেকে অনিয়ন্ত্রিত গতিতে চালানো গাড়ি, ট্রাফিক আইন ভাঙা থেকে গাড়ির কাগজপত্র ঠিকঠাক আছে কিনা— সড়ক থেকে গ্রামীণ রাস্তা, পুলিশি তৎপরতার বিরাম নেই। সেই ব্যস্ততার মধ্যেই সোমবার সালারের ক্যানাল পাড়ের এর বাইক আরোহীকে থামাতেই অপ্রস্তুতে পড়ে গেল পুলিশ।

কাগজপত্র দেখানো দূরে থাক, পুলিশ তার মোটরবাইক থামিয়েছে বলে চেঁচামেচি জুড়ে, নিজেকে শাসক দলের নেতা বলে পরিচয় দিয়ে আচমকাই নিজের গাড়িতে আগুন ধরিয়ে দিল ওই যুবক। হতচকিত পুলিশ প্রথমে কি করনীয় বুঝতে না পারলেও পরে আব্দুল বাসার নামে ওই যুবককে গ্রেফতার করেছে।

সালার থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘‘পুলিশকে বেকায়দায় ফেলতেই ওই যুবক, নিজের মোটরবাইকে আগুন ধরিয়ে পুলিশের নামে দোষারোপ শুরু করে উত্তেজনা ছড়াতে চাইছিল। কর্তব্যরত পুলিশ কর্মীকে হেনস্থার অভিযোগে ওকে গ্রেফতার করা হয়েছে।’’

এ দিন সকাল থেকেই কাগ্রাম-সালার ক্যানাল রোডে গাড়ি থামিয়ে কাগজপত্র পরীক্ষা করছিল সালার থানার পুলিশ। সেখানে ছিলেন থানার এএসআই আশিস পোদ্দার। তিনি বলেন, ‘‘ওই মোটরবাইক আরোহীকে থামাতেই তিনি বলেন, ‘আমায় চেনেন’, আমি তার সঙ্গে পরে কথা বলব বলে পাশে বাইকটি রাখতে বলেছিলাম। ও মা দেখি, বাইকের ট্যাঙ্কারে নিজেই আগুন ধরিয়ে হঠাৎ চেঁচামেচি শুরু করে দিল, আমি নাকি ৫০০ টাকা ঘুষ চেয়েছি!’’

প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, গাড়িতে ওই যুবক নিজেই আগুন ধরায়। তবে, পুলিশ নিশ্চিৎ ওই যুবকের গাড়ির বৈধ কাগজপত্র ছিল না। তৃণমূলের ভরতপুর ২ নম্বর ব্লক সভাপতি আজারুদ্দিন সিজার বলেন, “ওই যুবক তৃণমূল করে ঠিকই, তবে ওই দিন নিজেই নিজের মোটরবাইকে আগুন ধরিয়েছে। যা অন্যায়।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় গ্যারাজে বিভিন্ন মোটরবাইকের পার্টস লাগিয়ে এই ধরনের জোড়াতাপ্পি দেওয়া মোটরবাইক তৈরির রেওয়াজ মুর্শিদাবাদে নতুন নয়। যার কোনও কাগজপত্র থাকে না। গ্রামের পথে এ সব গাড়ির দেদার কদর। এ দিন ধরা পড়ে গিয়ে নিজেকে বাঁচাতে তাই নিজেই গাড়িতে আগুন ধরায় ওই যুবক বলে পুলিশের দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bike Rider License Police Safe Drive Save Life
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE