Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ডাকাই হল না বিজেপি নেতাদের 

এ দিনের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। সরকারি অনুষ্ঠানে বিজেপির কোনও জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি। বেথুয়ড়হরি ১ পঞ্চায়েতে অনুষ্ঠান হলেও আমন্ত্রণ পাননি ওই পঞ্চায়েতের প্রধান বিজেপির পার্থ ঘোষ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
নাকাশিপাড়া শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯ ০৩:৪৬
Share: Save:

বছর পাঁচেক আগে জাতীয় সড়েকের পাশে তৈরি হয়েছিল দমকল কেন্দ্রটি। ঘটা করে উদ্ধোধনও হয়েছিল ভবনটির। প্রশাসন সূত্রে খবর, লোকজন না থাকায় সেটি চালু করা যায়নি। সোমবার ফের উদ্বোধন সেই কেন্দ্রের। জেলায় আরও দু’টি দমকল কেন্দ্রের পাশাপাশি এ দিন বেথুয়াডহরি দমকল কেন্দ্রটিরও উদ্বোধন করেন দমকল মন্ত্রী সুজিত বসু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলাপরিষদের সভাপতি রিক্তা কুণ্ডু, স্থানীয় বিধায়ক কল্লোল খাঁ।

এ দিকে, এ দিনের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। সরকারি অনুষ্ঠানে বিজেপির কোনও জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি। বেথুয়ড়হরি ১ পঞ্চায়েতে অনুষ্ঠান হলেও আমন্ত্রণ পাননি ওই পঞ্চায়েতের প্রধান বিজেপির পার্থ ঘোষ। ডাক পাননি জেলা পরিষদের সদস্যা বিজেপির দেবস্মিতা চক্রবর্তীও। দেবস্মিতা বলেন, ‘‘অনুষ্ঠানে যদি নিরপেক্ষতা বজায় রাখা হত তা হলে খুশি হতাম। এটি একটি সরকারী অনুষ্ঠান। নিয়ম অনুযায়ী, আমাকে এবং ওই এলাকার প্রধান পার্থ ঘোষকে রাখা উচিত ছিল। সেটা হয়নি।’’

নাকাশিপাড়ার বিডিও সমর দত্ত বলেন, ‘‘অনুষ্ঠানের মণ্ডপ বাঁধা ও অন্য কাজের দায়িত্ব পেয়েছিল ব্লক প্রশাসন। কিন্তু নিমন্ত্রণের দায়িত্বে ছিল দমকল বিভাগ। কেন ওই দু’জন নিমন্ত্রিত হলেন না তা তারাই বলতে পারবে।’’

নাকাশিপাড়ার কোথাও আগুন ধরলে দমকলের গাড়ি আসত ৫০ কিলোমিটার দূরে কৃষ্ণনগর থেকে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যেত দোকান-ঘরবাড়ি, ইমারত। সেই কারণে প্রাশাসন সিদ্ধান্ত নেয় নাকাশিপাড়ায় দমকল কেন্দ্র গড়ার। তাতে নাকাশিপাড়া তো বটেই সুবিধা পাবেন কালীগঞ্জের মানুষও।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১২ জন কর্মী ওই কেন্দ্রে থাকবেন। ওই কেন্দ্রে রয়েছে মাত্র একটি জলের ইঞ্জিন। তাতে বড় আগুন কী ভাবে নেভানো সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তবে কৃষ্ণনগর থেকে আসতে যতটা সময় লাগত তাতে অনেক ক্ষতি হয়ে যেত। সেই সময়টা যে বাঁচবে তা মানছেন সকলে। দমকল মন্ত্রী অবশ্য আশ্বাস দিয়েছেন, পরবর্তীতে আরও আধুনিকীকরণ গড়া হবে কেন্দ্রটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP TMC Fire Brigade Inauguration
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE