Advertisement
১৭ এপ্রিল ২০২৪

জোড়া পদ্মের আড়ালে কি জোট

সৌজন্য মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের প্রসাদপুর গ্রাম পঞ্চায়েতের ‘মৌজা বালি কৃষি সমবায় সমিতি’র পরিচালন কমিটির আসন্ন নির্বাচন। বছর পাঁচেক আগে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে ওই সমবায় সমিতি দখল করেছিল কংগ্রেস।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৭ ০১:৩৪
Share: Save:

দিল্লি বহুদূর, কলকাতাও।

কেন্দ্রে-রাজ্যে মারকাটারি শত্রুতা থাকলেও তাই তৃণমূল স্তরে সেই শত্রুই পরম মিত্র হয়ে উঠছে। এমনকী যুযুধান বিজেপি-তৃণমূলের মধ্যেও।

তৃণমূলের ঘোষিত ‘অচ্ছুৎ’ বিজেপি কিন্তু মাটির কাছাকাছি, স্কুলের পরিচালন সমিতির নির্বাচন থেকে শুরু করে সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনে পরম মিত্রের হয়ে উঠছে।

সৌজন্য মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের প্রসাদপুর গ্রাম পঞ্চায়েতের ‘মৌজা বালি কৃষি সমবায় সমিতি’র পরিচালন কমিটির আসন্ন নির্বাচন। বছর পাঁচেক আগে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে ওই সমবায় সমিতি দখল করেছিল কংগ্রেস। এ বার সেই সিপিএমের সঙ্গেই গাঁটছড়া বেঁধে আসরে নেমেছে কংগ্রেস।

বিজেপি-র সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা অবশ্য তৃণমূল মানতে চাইছে না। সমবায় সমিতির পরিচালন কমিটির ৬ সদস্য পদের নির্বাচন রয়েছে আগামী ১৩ ডিসেম্বর। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গত ১ ডিসেম্বর। ওই ৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১২ জন। মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি তথা ওই সমবায় সমিতির বিদায়ী চেয়ারম্যান কংগ্রেসের আব্দুল ওয়াহাব বলেন, ‘‘তৃণমূলের প্রার্থী রয়েছে পাঁচটি। বিজেপি-র সঙ্গে অলিখিত জোট বেঁধে আমার বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে বাবুলাল পালকে।’’ এলাকায় দীর্ঘ দিন ধরে বাবুলাল বিজেপি-র পরিচিত কর্মী। বিজেপির মুর্শিদাবাদ জেলা কমিটির সহ-সভাপতি শাখারভ সরকার বলেন, ‘‘কংগ্রেসের অভিযোগ মিথ্যা। তৃণমূলের সঙ্গে বিজেপির সমঝোতা, বা জোট হয়নি।’’ তৃণমূলের মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লক সভাপতি মসরৎ শেখ বলেন, ‘‘বিজেপি নয়, বাবুলাল তৃণমূলেরই প্রার্থী।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE