Advertisement
২৩ এপ্রিল ২০২৪

নিরাপত্তার দাবিতে বাস মালিকদের স্মারকলিপি

বাসস্ট্যান্ড এলাকায় সুস্থ পরিবেশের দাবিতে সোমবার কান্দির বাস মালিক ও বাস কর্মী সংগঠেনর নেতারা সাত দফা দাবি পেশ করলেন মহকুমাশাসকের কাছে। সংগঠনের কর্তাদের দাবি, বাসস্ট্যান্ডের বাইরে কান্দি-বহরমপুর রাজ্য সড়কের দু’ধারে রিকশা, ভ্যান, টুকটুক ও অন্যান্য গাড়ি দিনভর দাঁড়িয়ে থাকে।

নিজস্ব সংবাদদাতা
কান্দি শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০০:২৩
Share: Save:

বাসস্ট্যান্ড এলাকায় সুস্থ পরিবেশের দাবিতে সোমবার কান্দির বাস মালিক ও বাস কর্মী সংগঠেনর নেতারা সাত দফা দাবি পেশ করলেন মহকুমাশাসকের কাছে।

সংগঠনের কর্তাদের দাবি, বাসস্ট্যান্ডের বাইরে কান্দি-বহরমপুর রাজ্য সড়কের দু’ধারে রিকশা, ভ্যান, টুকটুক ও অন্যান্য গাড়ি দিনভর দাঁড়িয়ে থাকে। ফলে বাসস্ট্যান্ড এলাকায় প্রবল যানজট হয়। সন্ধ্যার পর বাসস্ট্যান্ড চত্বর সমাজবিরোধী ও নেশাখোরদের আখ়ড়ায় পরিণত হয়। দিনে-দুপুরেও দুষ্কৃতীরা বাসযাত্রীদের উপর চড়াও হয়। গুরুত্বপূর্ণ রাস্তাগুলির বেহাল দশার দরুণ বাস চালাতে অসুবিধা হচ্ছে বলে দাবি সংগঠনের কর্তাদের। বাস মালিক সমিতির পক্ষে সন্দীপ চক্রবর্তী বাস শ্রমিক নেতা শ্রীনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, “মহকুমাশাসক আমাদের সমস্যাগুলি সমাধানের ব্যাপারে সচেষ্ট হওয়ার আশ্বাস দিয়েছেন।’’ কান্দির মহকুমাশাসক বিজিন কৃষ্ণ বলেন, “বাসের মালিক ও শ্রমিকদের দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

contai bus anti social sub dvision
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE