Advertisement
২০ এপ্রিল ২০২৪

‘মোমো’ নামে গ্রুপ খুলে বিপাকে কলেজপড়ুয়া

কলেজে পড়ি। সাধারণ পরিবারের ছেলে আমি। মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করতে ভালোলাগে। মোবাইল থেকে নানা ধরনের অ্যাপ ডাউনলোড করি আমি।

(নাম গোপন রইল)
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৮ ০৪:৩৯
Share: Save:

কলেজে পড়ি। সাধারণ পরিবারের ছেলে আমি। মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করতে ভালো লাগে। মোবাইল থেকে নানা ধরনের অ্যাপ ডাউনলোড করি আমি। সেই কারণে ‘মোমো’ নিয়ে একটা কৌতূহল তৈরি হয়েছিল। এত শুনছিলাম চার দিকে। নেহাতই খেলার ছলে ব্যাপারটা শুরু করেছিলাম।

তখন কিন্তু ভাবতেই পারিনি যে বিষয়টা এমন জায়গায় চলে যাবে। এ ভাবে পুলিশ এসে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে আমাকে। প্লে-স্টোর থেকে টেক্স-নাও অ্যাপ ডাউনলোড করে আমি ধাপে-ধাপে এগোতে থাকি। এক সময় আমেরিকার একটা নম্বর দিয়ে অ্যাক্যাউন্ট খুলে নিতে পারি। তার পরই দেখি আপনা থেকেই আমার কলেজেরই প্রায় ৩০জন বন্ধুর আমার সঙ্গে হোয়াটস অ্যাপে লিঙ্ক হয়ে গেল।

আমি ওদের ভয় পাওয়ানোর জন্য মজা করে অ্যাকাউন্টটা খুলেছিলাম। মজাও করছিলাম বেশ। অনেকেই আমাকে অনুরোধ পাঠাচ্ছিল গ্রুপে নেওয়ার জন্য। তবে অনেকেই ভয় পেতে শুরু করেছে বুঝতে পেরে আমি আস্তে আস্তে দু-এক জনকে আমিই যে মোমো সেটা বলতে শুরু করেছিলাম। আমি জানাই যে, ‘‘মঙ্গলবার দশটা নাগাদ মোমো তোদের সঙ্গে দেখা করতে আসবে।’’ আমি আজ যেতাম। কিন্তু তার আগে রাতেই পুলিশ আমাকে তুলে নিয়ে গেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Momo College Student Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE