Advertisement
২৪ এপ্রিল ২০২৪

পরিবেশকর্মীকে মারধরে বিক্ষোভ

বাড়িতে ঢুকে এক পরিবেশকর্মীকে মারধর ও চেম্বার ভাঙচুরের প্রতিবাদে শনিবার শান্তিপুরে বিক্ষোভ সমাবেশ করলেন পরিবেশ কর্মীরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরিবেশপ্রেমী সংগঠন ও মানবাধিকার সংগঠনের সদস্যরা আক্রান্ত ওই পরিবেশকর্মী গৌতম পালকে মারধরে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেন। এ দিন তাঁরা শান্তিপুরের ডাকঘরের মোড়ে প্রথমে সভা করেন। পরে তাঁরা শান্তিপুর থানায় স্মারকলিপি জমা দিতে যান।

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ১৭ মে ২০১৫ ০০:৫৬
Share: Save:

বাড়িতে ঢুকে এক পরিবেশকর্মীকে মারধর ও চেম্বার ভাঙচুরের প্রতিবাদে শনিবার শান্তিপুরে বিক্ষোভ সমাবেশ করলেন পরিবেশ কর্মীরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরিবেশপ্রেমী সংগঠন ও মানবাধিকার সংগঠনের সদস্যরা আক্রান্ত ওই পরিবেশকর্মী গৌতম পালকে মারধরে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেন। এ দিন তাঁরা শান্তিপুরের ডাকঘরের মোড়ে প্রথমে সভা করেন। পরে তাঁরা শান্তিপুর থানায় স্মারকলিপি জমা দিতে যান।

শান্তিপুর শহরে নির্বিচারে গাছ কাটার প্রতিবাদ করতে গিয়ে সম্প্রতি পেশায় চিকিৎসক ওই পরিবেশকর্মী গৌতম পাল সমাজবিরোধীদের হাতে নিগৃহীত হন। অভিযোগ, রবি বর্মন নামে এক ব্যক্তির নেতৃত্ত্বে বেশ কিছু সমাজবিরোধী গৌতমবাবুর চেম্বারে ঢুকে তাঁকে ও তার সহকর্মীদের মারধর করে। আসবাবপত্রও ভাঙচুর করে। সেই ঘটনার প্রতিবাদেই এ দিনের ওই বিক্ষোভ সমাবেশ। যদিও মূল অভিযুক্ত রবিকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে।

দুর্ঘটনায় মৃত্যু। মোটরবাইকের সঙ্গে সাইকেলের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। নাম তন্ময় মণ্ডল (২৩)। বাড়ি বড়ঞার মুনিয়াডিহি গ্রামে। শুক্রবার রাতে বড়ঞার ডাকবাংলা-পাঁচথুপী রাজ্য সড়কের উপর ফুমরোর মোড়ের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যায় তন্ময়বাবু মোটরবাইকে চেপে ডাকবাংলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। মুনিয়াডিহির বাড়িতে ফিরছিল। ফুমরোর মোড়ে সাইকেলের সঙ্গে ধাক্কা লেগে তিনি রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে কান্দি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শুরুর খানিকক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই যুবকের। পুলিশ দেহ উদ্ধার করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

krishnanagar Environmental Tamnay Mandal santipur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE