Advertisement
১৮ এপ্রিল ২০২৪

বড়ঞায় অধীরের বিজয়ায় ‘ওঁরাও’

এ দিনের সভায় দেখা গিয়েছে, কংগ্রেসের দলত্যাগী বহু কর্মী-নেতাকেও। যাঁরা এক সময়ে অধীরের ছায়াসঙ্গী ছিলেন, পালা বদলের পরে যাঁরা ভিড়েছিলেন তৃণমূলে, তেমনই বেশ কিছু মুখের ভিড় এ দিন মিলল অধীরের কর্মিসভায়।

অধীর চৌধুরী।—ফাইল চিত্র।

অধীর চৌধুরী।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বড়ঞা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৮ ০৩:৫৮
Share: Save:

শুধু কর্মী নয়, শুক্রবার বড়ঞায় কংগ্রেসের কর্মীসভা কার্যত হয়ে উঠল সাধারনের সভা। দলীয় কর্মীরা ছাড়াও এ দিনের সভায় ভিড় করে ছিলেন এলাকার স্থানীয় বাসিন্দারা। তাই দেখে বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী ডেকে নেন তাঁদের। ওই কর্মীসভায় কংগ্রেসের কর্মীরা ছাড়াও বহু সাধারণ মানুষকে ওই দিন সভায় দেখা গিয়েছে।

এ দিনের সভায় দেখা গিয়েছে, কংগ্রেসের দলত্যাগী বহু কর্মী-নেতাকেও। যাঁরা এক সময়ে অধীরের ছায়াসঙ্গী ছিলেন, পালা বদলের পরে যাঁরা ভিড়েছিলেন তৃণমূলে, তেমনই বেশ কিছু মুখের ভিড় এ দিন মিলল অধীরের কর্মিসভায়। অধীরের বক্তব্য শোনার সঙ্গে তুমুল হাততালিতে সঙ্গত দিতেও দেখা গিয়েছে তাঁদের। এমনকী সভা শেষে পাত পেড়ে সকলের সঙ্গে খিচুড়ি-তরকারি খেতেও দেখা গিয়েছে তাঁদের।

বড়ঞা ব্লক তৃণমূলের সভাপতি গোলাম মুর্শিদ অবশ্য এর ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলেন, “অনেকে সুবক্তা নেতার বক্তব্য শুনতে বিভিন্ন দলের সভায় যায়, সেটা আমরাও জানি। তবে সভায় গিয়েছে মানেই যে তারা কংগ্রেসে ফিরে যাওয়ার তোড়জোড় করছে এমনটা কিন্তু নয়।’’ দল ছেড়ে যাওয়া তেমনই এক তৃণমূল নেতা বলছেন, ‘‘যতোই হোক, অধীরদার হাতে রাজনীতির হাতেখড়ি, দাদা এসেছেন শুনে আর না এসে থাকতে পারলাম না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress Meeting Adhir Chowdhury
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE