Advertisement
১৯ এপ্রিল ২০২৪
কল্যাণী বিশ্ববিদ্যালয়

আর পিছোল না পরীক্ষা

আজ, শুক্রবার বিশ্বকর্মা পুজো থাকায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলির পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল বিজেপি-র যুব শাখা ভারতীয় জনতা যুব মোর্চা। কিন্তু, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিল আর দিন বদলানো সম্ভব নয়।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০১:৫০
Share: Save:

আজ, শুক্রবার বিশ্বকর্মা পুজো থাকায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলির পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল বিজেপি-র যুব শাখা ভারতীয় জনতা যুব মোর্চা। কিন্তু, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিল আর দিন বদলানো সম্ভব নয়।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সঞ্জীবকুমার দত্ত জানান, এ দিন বিশ্ববিদ্যালয়ের বিএ-বিএসসি দ্বিতীয় বর্ষের পরীক্ষা পূর্ব নির্ধারিত নির্ঘণ্ট মেনেই অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর অনুরোধে ইদের আগের পরে অর্থাৎ আগামী ২৪ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বরের বিএ এবং বিএসসি প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। ওই সব স্থগিত পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পরে জানিয়ে দেওয়া হবে বলে আগেই বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে।

বিশ্বকর্মা পুজোর এক দিন আগে বৃহস্পতিবার পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন করেন যুব মোর্চা’র মুর্শিদাবাদ জ‌েলা সভাপতি শাখারভ সরকার। উপাচার্য ছাড়াও আবেদনপত্রের প্রতিলিপি আচার্য তথা রাজ্যপাল ও এবং শিক্ষামন্ত্রীর কাছেও তিনি পাঠিয়েছেন। শাখারভের আর্জি ছিল, বিশ্বকর্মা পুজোর দিনে নদিয়া-মুর্শিদাবাদের সব কলেজের বিএ এবং বিএসসি-র দ্বিতীয় বর্ষের পরীক্ষা রয়েছে।

ওই পুজোয় হিন্দু-অহিন্দু নির্বিশেষে দুই জেলার বহু মানুষ সক্রিয় ভাবে যোগ দেয়। তাঁর কথায়, ‘‘গাড়ির মালিক, চালক ও খালসি বিশ্বকর্মা পুজো ও উৎসবে যোগ দেওয়ায় রাস্তা প্রায় যানবাহন শূন্য হয়ে পড়ে। সে কথাই বিবেচনা করতে বলেছিলাম।’’

এ দিন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বাইরে আছেন জানিয়ে পরীক্ষা নিয়ামক সঞ্জীবকুমার দত্ত জানান, ১৮ সেপ্টেম্বর মাত্র দু’টি বিষয়— স্টাটিসটিক্স ও ফিজিক্যাল এডুকেশনের পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীর সংখ্যাও কম রয়েছে। ফলে পরীক্ষার্থীদের তেমন অসুবিধা হওয়ার কথা নয়।

তিনি বলেন, ‘‘দুর্গাপুজোর আগে পর্যন্ত টানা পরীক্ষাসূচি রয়েছে। এখন সময়সূচি পাল্টাতে হলে ১৮ সেপ্টেম্বরের পরীক্ষা নিতে হবে দুর্গাপুজোর পর। তাই পরীক্ষার দিন অপরিবর্তিত রাখতে হল।’’ কোনও পরীক্ষাথীর এ দিন পরীক্ষা দিতে না পারলে পরে তার বিষয়ে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন পরীক্ষা নিয়ামক।

ধৃত বাংলাদেশি। বাসে তল্লাশি চালিয়ে পুলিশ ২১ বাংলাদেশিকে গ্রেফতার করল। বৃহস্পতিবার সকালে হাবরা থানার যশোর রোডের ঘটনাটি ঘটে। বাসটি বনগাঁর দিক থেকে বারাসতের দিকে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে ন’জন করে পুরুষ ও মহিলা এবং ৩ জন শিশু ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kalyani University Examination schedule murshidabad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE