Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বিস্ফোরক উদ্ধার জঙ্গিপুরে, আটক ৩

কলকাতার একটি সংস্থা থেকে ওই বিস্ফোরক আনা হচ্ছিল। জঙ্গিপুরের জনৈক হালিম শেখের নামে চালান করে ওই ট্রান্সপোর্টের লরিতে তিনটি বস্তায় রাখা ছিল সেগুলি।

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ১২ জুন ২০১৭ ০১:৩৩
Share: Save:

ফের দেড়শো কিলোগ্রাম বিস্ফোরক মিলল জঙ্গিপুরে। রবিবার দুপুরের ঘটনা। একটি ট্রান্সপোর্ট কোম্পানির লরিতে করে ওই বিস্ফোরক কলকাতা থেকে জঙ্গিপুরে আনা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। রবিবার বিকেলে জঙ্গিপুর বাসস্ট্যান্ডে হানা দেয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, কলকাতার একটি সংস্থা থেকে ওই বিস্ফোরক আনা হচ্ছিল। জঙ্গিপুরের জনৈক হালিম শেখের নামে চালান করে ওই ট্রান্সপোর্টের লরিতে তিনটি বস্তায় রাখা ছিল সেগুলি। দু’রকমের সেই পাউডার কি জাতীয় বিস্ফোরক তা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। এই ঘটনায় পুলিশ ট্রান্সপোর্টের ম্যানেজার, লরির চালক ও খালাসি-সহ তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

এ দিন এই হানার সময় হাজির ছিলেন জঙ্গিপুরের এসডিপিও প্রবীণ প্রকাশ নিজে। সাগরদিঘি থানার পুলিশ এই বিস্ফোরক উদ্ধার করলেও আপাতত সকলকেই রাখা হয়েছে রঘুনাথগঞ্জ থানায়। গত বছর নভেম্বরে রঘুনাথগঞ্জ থেকে প্রায় ২৫০ কিলো বারুদ উদ্ধার হয় দফায় দফায়। গ্রেফতার হয় এক মুদি ব্যবসায়ী-সহ ৫ জন।

পুলিশ জানিয়েছে, বেআইনি ভাবে এই বিস্ফোরক আনা হয়েছে। তবে কী উদ্দেশে সেগুলি আনা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Explosives Police Jangipur Detain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE