Advertisement
২৫ এপ্রিল ২০২৪

লিগের খেলায় নিজেদের মাঠেই হার এফএউসির

মুর্শিদাবাদ জেলা সিনিয়র ফুটবল লিগের খেলায় ঘরের মাঠেই পর্যুদস্ত হল এফইউসি। রবিবাসরীয় ছুটির দিনে এফইউসি ময়দানে হিন্দ ক্লাব ৫-০ গোলে পরাজিত করেছে এফইউসিকে। গত ১১ জুলাই থেকে মুর্শিদাবাদ ডিষ্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালিত মুর্শিদাবাদ জেলা সিনিয়র ফুটবল লিগ শুরু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৫ ০১:১৭
Share: Save:

মুর্শিদাবাদ জেলা সিনিয়র ফুটবল লিগের খেলায় ঘরের মাঠেই পর্যুদস্ত হল এফইউসি। রবিবাসরীয় ছুটির দিনে এফইউসি ময়দানে হিন্দ ক্লাব ৫-০ গোলে পরাজিত করেছে এফইউসিকে। গত ১১ জুলাই থেকে মুর্শিদাবাদ ডিষ্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালিত মুর্শিদাবাদ জেলা সিনিয়র ফুটবল লিগ শুরু হয়েছে। এ বছর মোট ৮টি দল যোগ দিয়েছে— হিন্দ ক্লাব, অভ্যুদয় সঙ্ঘ, এফইউসি, শিবাজি অ্যাথলেটিক ক্লাব, চিত্তরঞ্জন ক্লাব, বান্ধব সমিতি (লালবাগ), রবীন্দ্র পার্ক (নবগ্রাম), মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ভেটারেন্স ক্লাব।

জেলা ফুটবল সংস্থার পক্ষে তরুণ দত্ত জানান, লিগে প্রতিটি দল প্রতিপক্ষের বিরুদ্ধে সাতটি করে ম্যাচ খেলবে। গত বারের জয়ী হিন্দ ক্লাব এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে। কিন্তু কোনও পয়েন্ট নষ্ট করেনি। সব ক’টি ম্যাচে তারা জয়ী হয়ে মোট ১৮ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় শীর্ষে আছে। অন্য দিকে অভ্যুদয় চারটে ম্যাচ খেলেছে। একটি ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে। তারা ১০ পয়েন্ট পেয়ে হিন্দ ক্লাবের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এই অবস্থায় আগামী ৩ অগস্ট লিগের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ হিন্দ বনাম অভ্যুদয়ের মধ্যে খেলা হবে। ওই খেলার ফলাফলের উপরে এ বারের লিগ খেতাব কে পাবে, তা অনেকটাই নির্ভর করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hind club FUC football murshidabad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE