Advertisement
২০ এপ্রিল ২০২৪

বহরমপুরে চলচ্চিত্র উৎসব আজ থেকে

আজ, শুক্রবার ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বহরমপুর ঋত্বিক সদনে অনুষ্ঠিত হতে চলেছে ‘ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়ার (এফএফএসআই) পূর্বাঞ্চল শাখার প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০১:১০
Share: Save:

আজ, শুক্রবার ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বহরমপুর ঋত্বিক সদনে অনুষ্ঠিত হতে চলেছে ‘ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়ার (এফএফএসআই) পূর্বাঞ্চল শাখার প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। টানা ৬ দিনের ওই উৎসব চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ৬ দিনে দেশ-বিদেশের মো়ট ১১টি সিনেমা দেখানো হবে। আয়োজক সংস্থা ‘বহরমপুর ফিল্ম সোসাইটি’র পক্ষে অরূপ সেন বলেন, ‘‘ওই উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট চলচ্চিত্রকার অতনু ঘোষ। তিনিই ‘বহরমপুর ফিল্ম সোসাইটি’র অন্যতম স্থপতি প্রয়াত গৌতমবিকাশ চত্রবর্তী স্মারক বক্তৃতা দেবেন।’’ শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় পর্বে সুমন মুখোপাধ্যায়ের ছবি ‘শেষের কবিতা’ দেখিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হবে। ‘বহরমপুর ফিল্ম সোসাইটি’র সম্পাদক সমীর সরকার জানান, এ দেশের কেবল ‘শেষের কবিতা’ থাকছে। তা ছাড়া বাকি ১০টি সিনেমাই বিদেশের। তার মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, সুইডেন, মায়ানমার, সার্বিয়া, ডেনমার্ক, কাজাকস্তান, ক্রোশিয়া, ফিলিপাইন্স ও মনট্রেগোর ছবি। এফএফ এসআই ওই ১১টি ছবি নিয়ে ২০টি দেশে ঘুরছে। তার মধ্যে এ রাজ্যের রয়েছে ৫ ফিল্ম সোসাইটি সেই সুযোগ পেয়েছে। সেই তালিকায় ঠাঁই পেয়েছে ‘বহরমপুর ফিল্ম সোসাইটি’ও।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE