Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Murshidabad

অসহায় পরিবারের পাশে জলঙ্গি থানা, ৫ বছরের শিশুর জন্য জোগাড় করে দিল অ্যাম্বুল্যান্স

এস আই খুরশিদ শুধু তার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করাই নয় ভাড়া বাবদ দেড় হাজার টাকাও মিটিয়ে দিয়েছেন।

অসহায় পরিবারের হাতে চেক তুলে দেওয়া হচ্ছে জলঙ্গি থানার তরফে। নিজস্ব চিত্র।

অসহায় পরিবারের হাতে চেক তুলে দেওয়া হচ্ছে জলঙ্গি থানার তরফে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২০ ০০:০৬
Share: Save:

মানবিক পদক্ষেপ মুর্শিদাবাদের জলঙ্গি থানার। সোমবার দুপুরে থানায় খবর আসে হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্স, গাড়ি কিছুই পাচ্ছে না এক পরিবার। খবর পেয়েই জলঙ্গি থানার এসআই মহম্মদ খুরশিদ আলম ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেন।

ওই এলাকার বছর পাঁচেকের এক শিশু আয়েষা সিদ্দিকি ২ বছর ধরে যকৃতের রোগে ভুগছে। সোমবার সকালে তাদের হাসপাতালে যাওয়ার কথা ছিল। কিন্তু গাড়ি পাচ্ছিল না পরিবার। এস আই খুরশিদ শুধু তার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করাই নয় ভাড়া বাবদ দেড় হাজার টাকাও মিটিয়ে দিয়েছেন। সেই সঙ্গে চিকিৎসার জন্য আরও ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় শিশুটির পরিবারের হাতে। ভবিষ্যতেও চিকিৎসার জন্য প্রয়োজনীয় খরচ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন খুরশিদ।

জলঙ্গি থানার এই পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয় মানুষ। তাঁদের দাবি এর আগেও এমন মানবিক কাজ করেছে জলঙ্গি থানার পুলিশ। মুর্শিদাবাদ জেলা প্রশাসনও জলঙ্গি থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murshidabad Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE