Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Kalyani

বিজেপি নেত্রীকে কুপ্রস্তাব, নালিশ

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কল্যাণী শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২০ ০১:৪১
Share: Save:

দলেরই এক নেত্রীকে কুপ্রস্তাব ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল জেলা বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে। ওই নেত্রী দু’-এক দিন আগে এ ব্যাপারে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ প্রাথমিক তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু করেছে।

শহরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই মহিলা গত লোকসভা ভোটের পর থেকে সক্রিয় ভাবে বিজেপির হয়ে কাজ করছেন। তাঁর অভিযোগ, রাজনীতির সূত্রেই তাঁর সঙ্গে আলাপ হয় বিশ্ব হিন্দু পরিষদের কল্যাণী প্রখণ্ডের সভাপতি পেশায় চিকিৎসক অভিরূপ বিশ্বাসের। ওই মহিলার দাবি, পরিচয়ের দিন কয়েক পরেই অভিরূপবাবু তাঁকে কুপ্রস্তাব দেন। তিনি তাতে রাজি না হলে কিছুদিন আগে তাঁর বাড়়িতেও চলে আসেন। এর পর টানা তাঁকে বিরক্ত করতে থাকেন।

মহিলার অভিযোগ, ‘‘কল্যাণীর শহর মণ্ডলের যুব সভাপতি শ্রীনিবাস মণ্ডলের মাধ্যমে অভিরূপবাবু আমাকে বিভিন্ন ভাবে হেনস্থা করা শুরু করেন। ফলে আমি পুলিশে যেতে বাধ্য হই।’’ অভিযুক্ত অভিরূপের দাবি, ‘‘আমি একজন চিকিৎসক। আমাদের পারিবারিক ব্যবসাও রয়েছে। ব্যবসা ও সংগঠন নিয়ে থাকি। এ সব অভিযোগের কোনও ভিত্তি নেই।’’ আর অন্য অভিযুক্ত শ্রীনিবাস বলেন, ‘‘আমার কিছুই বলার নেই। পুলিশ তদন্ত করলেই প্রমাণ হয়ে যাবে যে, আমি নির্দোষ।’’ অভিযুক্তদের অনুগামীদের পাল্টা অভিযোগ, ওই মহিলার সঙ্গে কল্যাণী শহর তৃণমূলের এক পরিচিত নেতার সুসম্পর্ক রয়েছে। ওই নেতার মাধ্যমে ওই মহিলাকে ব্যবহার করে অভিরূপবাবুর বিরোধী গোষ্ঠী এটা করিয়েছে। পুলিশের এক শীর্ষ আধিকারিক বলছেন, ‘‘যথেষ্ট গুরুত্ব দিয়ে আমরা তদন্ত চালাচ্ছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kalyani BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE