Advertisement
২০ এপ্রিল ২০২৪

লরিতে ধাক্কা অ্যাম্বুল্যান্সের, রোগী-সহ মৃত ৩ সওয়ারি

রোগী নিয়ে অ্যাম্বুল্যান্স ছুটছিল কলকাতার দিকে। অ্যাম্বুল্যান্সের মধ্যে বুকের ব্যাথায় কাতরাচ্ছিলেন নূর আলম (২৫) নামে এক যুবক। রোগীর আত্মীয়রা অ্যাম্বুল্যান্সের চালককে বার বার গাড়ি ধীরে চালানোর কথা বলছিলেন।

এমনই অবস্থা হয় অ্যাম্বুল্যান্সের। —নিজস্ব চিত্র

এমনই অবস্থা হয় অ্যাম্বুল্যান্সের। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদদাতা
চাকদহ শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৬ ০০:২৪
Share: Save:

রোগী নিয়ে অ্যাম্বুল্যান্স ছুটছিল কলকাতার দিকে। অ্যাম্বুল্যান্সের মধ্যে বুকের ব্যাথায় কাতরাচ্ছিলেন নূর আলম (২৫) নামে এক যুবক। রোগীর আত্মীয়রা অ্যাম্বুল্যান্সের চালককে বার বার গাড়ি ধীরে চালানোর কথা বলছিলেন।

কিন্তু, সে সাবধানবাণী কাজে আসেনি। একটি দাঁড়িয়ে থাকা লরিতে তীব্র গতিতে ধাক্কা মারে অ্যাম্বুল্যান্সটি। আর তাতেই মৃত্যু হয় লরির খালাসি সহিদুল শেখ (২০)-এর। মারা যান নূর আলমের এক আত্মীয় শাহজামাল হক (৫০)। তিন জনেই মুর্শিদাবাদের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, এ দিন সকাল সাড়ে ছ’টা নাগাদ নূর ইসলাম-সহ সাতজন যাত্রী নিয়ে অ্যাম্বুল্যান্সটি বহরমপুর মেডিকেল কলেজ থেকে কলকাতার এনআরএস হাসপাতালে যাচ্ছিল। চাকদহের সিংহের বাগান এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর একটি বিকল লরি সারানো হচ্ছিল। আর তার তদারকি করছিলেন লরির খালাসি সহিদুল। অ্যাম্বুল্যান্সটি লরির পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যায় শাহজামাল ও সহিদুল।

অ্যাম্বুল্যান্সের চালক-সহ বাকিদের কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় নূরের। নূর এবং শাহজামালের বাড়ি ভগবানগোলা। সহিদুল রেজিনগরের বাসিন্দা।
আহতেরা পুলিশকে জানিয়েছেন, তাঁরা অ্যাম্বুল্যান্সের চালককে বার বার গাড়ি ধীরে চালাতে বলেছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ambulance Lorry accident Patient
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE