Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Mallarpur Bandh

বিজেপি’র বন্ধে স্তব্ধ মল্লারপুর

বিজেপি-র ডাকা বনধে শনিবার মল্লারপুরে থমথমে পরিবেশ ছিল। বাহিনা মোড় থেকে মল্লারপুর স্টেশন রোড এবং মল্লারপুর বাজারের ৯০ শতাংশ দোকান বন্ধ ছিল।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

অপূর্ব চট্টোপাধ্যায়
মল্লারপুর শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২০ ০৩:১৫
Share: Save:

পুলিশ হেফাজতে মল্লারপুর থানায় মৃত নাবালকের ময়নাতদন্তের রিপোর্ট এখনও আসেনি। ফলে, মৃত্যুর কারণ নিয়ে ধন্দও কাটেনি। তবে, ওই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার পারা ক্রমেই চড়ছে মল্লারপুরে।

মৃত নাবালক মল্লারপুরের রেলপাড় খালাসিপাড়ার বাসিন্দা। পুলিশের দাবি, চুরির ঘটনায় যুক্ত সন্দেহে তাকে বৃহস্পতিবার বিকেলে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছিল। বৃহস্পতিবার রাতে থানা চত্বরেই তার দেহ পাওয়া যায়। বিজেপি এবং তৃণমূল, দু’দলই মৃতের পরিবারকে তাদের সমর্থক বলে দাবি করে। পুলিশি অত্যাচারে নাবালকের মৃত্যু হয়েছে, এই অভিযোগে এবং দোষী পুলিশ আধিকারিকের শাস্তির দাবিতে শুক্রবার বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে জাতীয় সড়কে চার ঘণ্টার বেশি অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অন্য দিকে, তৃণমূলের বিধায়কের উপস্থিতে তারাপীঠ শ্মশানে মৃত নাবালকের শেষকৃত্য সম্পন্ন হয়।

বিজেপি-র ডাকা বনধে শনিবার মল্লারপুরে থমথমে পরিবেশ ছিল। বাহিনা মোড় থেকে মল্লারপুর স্টেশন রোড এবং মল্লারপুর বাজারের ৯০ শতাংশ দোকান বন্ধ ছিল। বিজেপি-র রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খানের নেতৃত্বে বিরাট মিছিল বেরোয় মল্লারপুরে। এক সময় বিজেপি কর্মীদের মিছিল বোলপুর-রাজগ্রাম রোড ধরে মল্লারপুর থানার দিকে যেতে গেলে পুলিশ ব্যরিকেড করে বাধা দেয়। ব্যারিকেড টপকে বিজেপি কর্মীরা থানার দিকে যাওয়ার চেষ্টা করলে দু’পক্ষের ধস্তাধস্তি বাধে। এর পরে বিজেপি-র জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের নির্দেশে কর্মীরা ব্যারিকেড না টপকে রাস্তার উপর বসে পড়েন। সেখানেই ঘণ্টা দেড়েক বিক্ষোভ দেখানো হয়। ঘটনার সিবিআই তদন্তের দাবি তোলা হয় দলের তরফে।

সৌমিত্র খান জানান, পুলিশ হেফাজতে নাবালক মৃত্যুর ঘটনায় দোষী পুলিশ অফিসারের শাস্তির দাবিতে রাজ্যের সমস্ত থানায় যুব মোর্চার নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি হবে। তাঁর অভিযোগ, ‘‘মৃতের পরিবারকে তৃণমূল লুকিয়ে রেখে প্রকৃত ঘটনাকে আড়াল করতে চেয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে দিচ্ছে না।’’ শুক্রবারই তারাপীঠ শ্মশানে দাঁড়িয়ে মৃত নাবালকের বাবা জানিয়েছিলেন, পুলিশের বিরুদ্ধে তাঁদের কোনও অভিযোগ নেই। সেই প্রসঙ্গ তুলে বিজেপি নেতাদের বক্তব্য, আজ না হোক, দু’দিন পরে মৃতের পরিবার পুলিশের বিরুদ্ধে মুখ খুলবেই।

অভিযোগ অস্বীকার করে। মল্লারপুরের বাসিন্দা তথা ময়ূরেশ্বরের তৃণমূল বিধায়ক অভিজিৎ রায় বলেন, ‘‘একটা আত্মহত্যার ঘটনা নিয়ে বিজেপি সস্তার রাজনীতি করছে।’’ জেলা পুলিশ সুপার শ্যাম সিংহ জানান, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত ওই নাবালকের মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না। তবে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় আইনানুগ যা কিছু করার, তা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Mallarpur Bandh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE