Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Durga Puja 2020

পোশাকের সঙ্গে মানানসই মাস্ক

জানা গেল, পুজোর মুখে পূর্বালীর হাতে এখন প্রচুর মাস্কের অর্ডার।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সুদীপ ভট্টাচার্য
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২০ ০৩:৫০
Share: Save:

মা দুর্গার মুখের ছবি আঁকা সাদা সুতির কাপড়। তাতে লাল ফিতে বাঁধা। সেই মাস্ক পরে এই বছর নিজেদের পুজো মণ্ডপ সামলাবেন শান্তিপুর কাশ্যপপাড়া মহিলা সমিতির পুজোর সদস্যেরা। তাই মাস্কে দুর্গার ছবি আঁকতে এখন ভীষণ ব্যস্ত বিএড-এর ছাত্রী পূর্বালী কুন্ডু।

জানা গেল, পুজোর মুখে পূর্বালীর হাতে এখন প্রচুর মাস্কের অর্ডার। কেউ চাইছেন— ছেলের জন্য মাস্কের উপর আঁকা ছোটা ভীমের মুখ। কেউ আবার পুজোয় কেনা শাড়িখানা দেখিয়ে বলছেন, ‘‘শাড়ির পাড়ের সঙ্গে মিলিয়ে নকশা এঁকে দিতে হবে মাস্কে।’’

পুজোর দিনে নতুন জামা-কাপড়ের সঙ্গে সার্জিক্যাল বা এক রাঙা কাপড়ের তৈরি মাস্ক ঢাকা মুখটা মোটেই মানায় না বলে মনে করছেন অনেকে। কিন্তু করোনা পরিস্থিতিতে রাস্তায় বেরতে বা পুজো মণ্ডপে ঢুকতে গেলে মাস্ক পরা বাধ্যতামূলক। প্রায় সব ক’টি পুজো কমিটিই সে বার্তা দিয়ে রেখেছে।

পুজোর বাজারে এসেছে নতুন জামাকাপড়ের সঙ্গে যুতসই সব মাস্ক। গঠনগত ভাবে মূলত তিন ধরনের মাস্ক এখন বাজারে চলছে বলে জানাচ্ছেন বিক্রেতারা— থ্রি ডি কাটিং, নর্মাল কাটিং আর ত্রিভুজ কাটিং। বর্ণের দিক দিয়ে নানা ধরনের কাপড়ের ওপর বিভিন্ন কাজ করা, সব রঙের মাস্ক পাওয়া যাচ্ছে পুজোর বাজারে। বাটিক প্রিন্ট, বুটিক প্রিন্ট, এমব্রডারির কাজ, মুর্শিদাবাদ সিল্কের উপর প্রিন্ট— এ সব বাহারি মাস্ক তো আছেই। এমনকি, বিয়ের মতো অনুষ্ঠানে উজ্জ্বল পোশাকের সঙ্গে পরার মতো মানানসই, রঙিন পাথর বসানো মাস্কও পাওয়া যাচ্ছে কাপড়ের দোকানগুলিতে। শান্তিপুরের এক কাপড় বিক্রেতা দেব দাস জানাচ্ছেন, তিনি কাপড়ের সঙ্গে ম্যাচিং মাস্ক বানিয়ে শাড়ি-সহযোগে বিনামূল্যে তা ক্রেতাকে দিচ্ছেন। এতে শাড়ির বিক্রি বেড়েছে বলেই দাবি ওই বিক্রেতার।

কৃষ্ণনগরের এক কাপড়ের দোকানের মালিক বঙ্কিম সিংহ বলেন, ‘‘মূলত কিশোরী থেকে মাঝবয়সী মহিলারাই এই ধরনের মাস্কের ক্রেতা।’’ এ দিন বাজার করতে এসে মাস্ক হাতে নিয়ে উচ্ছ্বসিত এক কিশোরী বলে, ‘‘মাস্কগুলো জাস্ট ঝক্কাস! কথা দিচ্ছি, খাবার সময়টুকু ছাড়া এই মাস্ক মুখ থেকে খুলবই না পুজোর মধ্যে।’’

তবে এই ধরনের কাপড়ের মাস্ক করোনা প্রতিরোধে কতখানি উপযুক্ত, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। এই প্রসঙ্গে শক্তিনগর জেলা হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ব্রজেশ্বর মুখোপাধ্যায় বলেন, ‘‘মাস্ক সব সময় পরিষ্কার রাখতে হবে। আর যেহেতু এই সব মাস্ক সব ক্ষেত্রে ত্রিস্তর যুক্ত কিনা, তা পরীক্ষিত নয়, তাই আগে একটি সার্জিক্যাল বা পরীক্ষিত মাস্ক পরে তার উপর এই ধরনের মাস্ক পরা উচিত।’’ নিজস্ব চিত্র

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mask COVID-19 Durga Puja 2020
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE