Advertisement
১৭ এপ্রিল ২০২৪

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত দুই কারিগর

গৌতম হাজরা (৩০) ও ছোটন দাস (২৮) নামে ওই দু’জনেই ছিলেন রানিবাগান এলাকার একটি মিষ্টির দোকানের কারিগর।  রবিবার রাত সোয়া ১১টা নাগাদ কাজ শেষে দোকানের ঝাঁপ বন্ধ করার আগে আলো নেভাতেই গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁরা।

প্রয়াত গৌতম হাজরা

প্রয়াত গৌতম হাজরা

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ ০২:২৯
Share: Save:

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হল বহরমপুরে। গৌতম হাজরা (৩০) ও ছোটন দাস (২৮) নামে ওই দু’জনেই ছিলেন রানিবাগান এলাকার একটি মিষ্টির দোকানের কারিগর। রবিবার রাত সোয়া ১১টা নাগাদ কাজ শেষে দোকানের ঝাঁপ বন্ধ করার আগে আলো নেভাতেই গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁরা। প্রাথমিক তদন্তে অনুমান শর্টসার্কিটই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণ।

গৌতম ও ছোটন বেশ কয়েক বছর ওই দোকানে কাজ করছেন। দোকানের অন্য এক কর্মী গোবিন্দ দত্ত বলেন, ‘‘দোকানের পিছনেই মিষ্টির কারখানা। রাত ১১টার পরে দোকানে ওরা দু’জনেই ছিল। প্রতি দিনের মতো ওই দিনও মিষ্টি তৈরির কাজ সেরে গৌতম ও ছোটন কারখানার মেঝে জল দিয়ে ধোয়। তার পরে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার জন্য পোশাক বদল করছিল। ওরা দু’জন কারখানা বন্ধ করতে দেরি করছে কেন, তা দেখতে গিয়ে দেখি, ছোটন পড়ে আছে মেঝেয়। তার দেহের উপরে পড়ে আছে গৌতম।’’

ঘটনার পরে, দোকানের মালিক ভজন ঘোষের বাড়ি ও দোকান তালা বন্ধ। ফোনেও তাঁকে পাওয়া যায়নি। বিদ্যুৎ বণ্টন সংস্থার বহরমপুর ডিভিশনের ম্যানেজার মহম্মদ নাসিরুদ্দিন অবশ্য এ ঘটনার পিছনে বিদ্যুৎ সংস্থার গাফিলতির কোনও কারণ দেখছেন না। তিনি বলেন, ‘‘দোকানের বিদ্যুৎবাহী তারেই কোনও গন্ডগোল ছিল। তা থেকেই ওই কাণ্ড হয়েছে।’’ জেলা পুলিশের এক কর্তাও বলেন, ‘‘আপাত ভাবে মনে হচ্ছে, মেঝেতে জল থাকায় শর্টসার্কিট হয়, তা থেকেই ওই কাণ্ড।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Electric Shock Sweet Shop
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE