Advertisement
২৩ এপ্রিল ২০২৪

দুধ জ্বাল দিতেই প্লাস্টিকের মতো কঠিন পদার্থ

গ্রামবাসীদের অভিযোগ, দুধে রাসায়নিক মেশানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাঁদের কাছ থেকে দুধ কেনা হয়েছে, সেই ব্যবসায়ীদের বাড়ি শান্তিপুরের বাগআঁচড়া, গয়েশপুর এবং বাবলা এলাকায়। শান্তিপুর স্টেশন থেকে ট্রেন ধরে বিভিন্ন এলাকায় দুধ বিক্রি করতে যান তাঁরা। রবিবারও ঢাকাপারার বাসিন্দারা স্টেশন থেকে দুধ কিনেছিলেন।

জমাট বাধা দুধ। নিজস্ব চিত্র

জমাট বাধা দুধ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শান্তিপুর শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৮ ০২:২২
Share: Save:

দুধ জ্বাল দিতে গিয়ে চক্ষু চড়ক গাছ! পাত্রের দুধ জমাট বেঁধে ক্রমেই রাবারের মতো হয়ে যাচ্ছে। যা টেনেও ছেঁড়া যাচ্ছে না।

দুধের আজব ভোল বদলের এই ঘটনা ঘটেছে শান্তিপুরের ঢাকাপারায়। দিগনগরের রাঘবেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য রবিবার ওই এলাকার বেশ কিছু বাসিন্দা দুধ কিনেছিলেন। সোমবার রাতে সেই দুধ জ্বাল দিতে গিয়েই বিপত্তি ঘটে।

গ্রামবাসীদের অভিযোগ, দুধে রাসায়নিক মেশানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাঁদের কাছ থেকে দুধ কেনা হয়েছে, সেই ব্যবসায়ীদের বাড়ি শান্তিপুরের বাগআঁচড়া, গয়েশপুর এবং বাবলা এলাকায়। শান্তিপুর স্টেশন থেকে ট্রেন ধরে বিভিন্ন এলাকায় দুধ বিক্রি করতে যান তাঁরা। রবিবারও ঢাকাপারার বাসিন্দারা স্টেশন থেকে দুধ কিনেছিলেন। সে জন্য মঙ্গলবার সোজা সেখানে চলে যান তাঁরা। স্টেশনে দুধ ব্যবসায়ীদের দেখতে পেয়ে তাঁদের আটকে তাঁরা এরপর বিক্ষোভ দেখাতে শুরু করেন। পাশাপাশি, রেল পুলিশকেও বিষয়টি জানানো হয়। যদিও লিখিত অভিযোগ দায়ের হয়নি। ব্যবসায়ীরা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Milk PLastic Shnatipur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE