Advertisement
১৬ এপ্রিল ২০২৪

পুণেতে খুন খড়গ্রামের যুবক

খড়গ্রাম থানার কান্দুরি গ্রামে বাড়ি ওই যুবকের। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে মহারাষ্ট্রের পুণের গঙ্গানগর বাজার সংলগ্ন জঙ্গল থেকে রাজার গলাকাটা দেহ উদ্ধার করে স্থানীয় থানার পুলিশ।

নিহত যুবকের আত্মীয়েরা। নিজস্ব চিত্র

নিহত যুবকের আত্মীয়েরা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
খড়গ্রাম শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ০১:৪২
Share: Save:

রুজির টানে ভিনরাজ্যে গিয়েছিলেন। সেখানেই খুন হলেন খড়গ্রামের যুবক রাজা শেখ (২২)।

খড়গ্রাম থানার কান্দুরি গ্রামে বাড়ি ওই যুবকের। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে মহারাষ্ট্রের পুণের গঙ্গানগর বাজার সংলগ্ন জঙ্গল থেকে রাজার গলাকাটা দেহ উদ্ধার করে স্থানীয় থানার পুলিশ। রাজাকে খুনের সন্দেহে ইতিমধ্যেই ওই এলাকার বাসিন্দা আকাশ হারফারেকে গ্রেফতার করেছে পুলিশ। তবে খুনের ঘটনায় আরও দু’জন জড়িত আছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে ধৃত।

দরিদ্র পরিবারের একমাত্র ছেলে ছিলেন রাজা। একাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনার পর স্কুল ছেড়ে রোজগারের চেষ্টায় নামেন তিনি। পুণের এক কসাইখানায় কাজে যোগ দেন তিনি। সেখান থেকে যা রোজগার হত তার বেশিরভাগটাই রাজা বাড়িতে পাঠাতেন বলে তাঁর পরিবারের তরফে জানা গিয়েছে। তাঁর বাবা কাজল শেখ দিনমজুরি করেন। বাড়িতে ছোট বোন শালমা খাতুনের পড়াশোনা থেকে তার বিয়ের ভার— সবই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন রাজা। রোজগার কম বলে উৎসবের সময়েও বাড়িতে আসতে পারতেন না ওই যুবক। মা শেফালি বিবির পাশে বসে শালমা বলেন, “দাদা সংসারের কথা ভেবে পড়াশোনা ছেড়ে দিয়ে পুণেয় গিয়েছিল। দাদা সব সময় বলত, আমার পড়াশোনা হয়নি, কিন্তু তুই পড়াশোনা চালিয়ে যাবি। আমি বিএ দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। সেটাও দাদার জন্যই।’’

কিন্তু কী কারণে খুন হতে হল ওই যুবককে। পরিবারের লোকজনের দাবি, মাসছয়েক আগে পুণের কয়েকজন যুবকের সঙ্গে গুটখার পিক ফেলা নিয়ে ঝামেলা হয়েছিল রাজার। পরে ঝামেলা মিটে গেলেও সম্ভবত তারা রাগ পুষে রেখেছিল। রাজার সঙ্গে তারা বন্ধুত্ব করে। জানা গিয়েছে, গত রবিবার রাতে রাজাকে মদ খাওয়ার জন্য ডেকে নিয়ে যায় ওই যুবকেরা। দু’কিলোমিটার দূরে নিয়ে গিয়ে সেখানেই তাঁকে তারা গলা কেটে খুন করে বলে অভিযোগ। রাজার এক আত্মীয় পুণেতেই তাঁর সঙ্গে কাজ করেন। তিনি বলেন, “পুলিশকে সব ঘটনা জানানো হয়েছে। আকাশের সঙ্গে রাজার পুরনো বিবাদের কথাও পুলিশকে জানিয়েছি। পুলিশ ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছে।” তবে রুজির টানে ভিন রাজ্যে গিয়ে এলাকার ছেলের খুন হওয়া মেনে নিতে পারছেন না খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত। আশিসবাবু বলেন, “আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর মাধ্যমে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাব যাতে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হয়। দোষীরাও শাস্তি পায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murder Youth Pune
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE