Advertisement
২০ এপ্রিল ২০২৪

সাইকেল চড়ে যাত্রা ব্রিগেডে

গায়ে সোয়েটার। ব্যাগে শীতের পোশাক। পায়ের নীচে দু’চাকা। 

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
চাকদহ শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৯ ০১:১৮
Share: Save:

গায়ে সোয়েটার। ব্যাগে শীতের পোশাক। পায়ের নীচে দু’চাকা।
হুশ করে বাসে-ট্রেনে বেরিয়ে না গিয়ে দল বেঁধে সাইকেল চালিয়ে ব্রিগেড সমাবেশে গেলেন চাকদহের শ’দুয়েক তৃণমূল কর্মী।
প্রতিটি সাইকেলের সামনে বাঁধা রয়েছে প্ল্যাকার্ড। কোনওটিতে তৃণমূল নেত্রীর ছবি, কোনওটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সামনে হুডখোলা জিপে নেত্রী ও অভিষেকের মডেল।
শুক্রবার দুপুর ২টো নাগাদ শ’দুয়েক সাইকেল চাকদহের কে বি এম মোড় থেকে রওনা হয়েছে। চাকদহ পালপাড়া, শিমুরালি, মদনপুর, কল্যাণী, ব্যারাকপুর, বারাসত হয়ে যাবে কলকাতায়। কমবেশি ৮০ কিলোমিটার রাস্তা। রেল বা সড়ক পথের চেয়ে প্রায় দশ কিলোমিটার বেশি। সঙ্গে রয়েছে অ্যাম্বুল্যান্স, রাস্তায় কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া যায় যাতে।
এই সাইকেল-যাত্রার উদ্যোক্তা যুবনেতা সৌমিত্র ভট্টাচার্য জানান, শীতে কষ্ট করে যাওয়ার উদ্দেশ্য রাজ্য সরকারের ‘সফল প্রকল্প’ এবং কেন্দ্রীয় সরকারের ‘জনবিরোধী নীতি’ তুলে ধরা। সৌমিত্র বলেন, ‘‘যাত্রা দেখতে মানুষ রাস্তার দু’ধারে ভিড় করবেন, সেই সুযোগে প্রচারও হয়ে যাবে।”
সাইকেল সারানোর যন্ত্রপাতি নিয়ে সঙ্গে গিয়েছেন পঙ্কজ দত্ত। চাকদহ শহরেই তাঁর সাইকেল সারানোর দোকান। তিনি বলেন, “এতগুলো ছেলে সাইকেল নিয়ে যাচ্ছে। মাঝপথে খারাপ হয়ে গেলে বিপদে পড়তে পারে। তখন কোথায় সাইকেল সারাবে! তাই সঙ্গে যাচ্ছি। ওদের সঙ্গেই ফিরব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE